পঙ্কজ মিত্র:মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় সদর ইউনিয়ন ইউপি সদস্য বাদল ওঝার ওপর হামলার প্রতিবাদে ও আসামিদের গ্রেফতারের দাবীতে রবিবার দুপুরে মঠবাড়িয়া ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
ঘন্টাব্যপি এ মানববন্ধনে ইউপি চেয়ারম্যান এবিএম ফারুক হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপি সদস্য খলিলুর রহমান, আনোয়ার আকন, মহিলা ইউপি সদস্য রুবি সুলতানা ও ইউপি সদস্য বাদল ওঝার ছেলে চঞ্চল কুমার ওঝা। বক্তারা ইউপি সদস্য বাদল ওঝার ওপর হামলা কারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।
উল্লেখ্য- জমিজমা সংক্রন্ত পূর্ব বিরোধের জের গত ৭ অক্টোবর দুপুরে মিরুখালী অটো রিক্সা স্টান্ডে সুজিত কুমার বাদল ওঝার ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। অজ্ঞাত ব্যক্তিরা বাদল ওঝাকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কতর্ব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করেন। গুরুতরও আহত বাদল ওঝা (৫২) সদর ইউনিয়নের ৮ নং ওয়াডের ইউপি সদস্য ও মৃত্যু সুধির রঞ্জন ওঝার ছেলে।
এ ঘটনায় বাদল ওঝার ছেলে চঞ্চল কুমার ওঝা বাদী হয়ে ৫ জন নামীয় ও অজ্ঞাত ৩ জনকে আসামি করে শনিবার (৮অক্টোবর) রাতে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। আসামিরা হলো- একই এলাকার খোকন ওঝা (সুসিল), চন্দ্র শেখর লিটু, চিনু রানী, নিপু রানী ও শুভ ওঝা। থানা পুলিশ এজাহার নামীয় ১ নং আসামি খোকন ওঝাকে গ্রেফতার করেছেন।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল আসামি গ্রেফতারে সত্যতা নিশ্চিত করে বলেন, ১নং আসামি গ্রেফতার করে আদালতে সোপার্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply