আকরাম আলী ডাকুয়া;নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধি-
পিরোজপুর জেলার নাজিরপুরে অবৈধভাবে খেয়াঘাটে টোল আদায়ের প্রতিবাদে বিক্ষুব্ধ যুব সমাজ। জানা গেছে উপজেলার বৈঠাকাটা বাজারের বেলুয়া নদীর খেয়াঘাটে স্থানীয় কতিপয় সরকারদলীয় অসাধু ব্যবসায়ী দীর্ঘ চার মাস ঘাটের ডাক নিয়েছে নাম করে অবৈধাবে যাত্রীদের পারারপারের সময় যাওয় এবং আসায় সর্বমোট ২২ টাকা করে নেওয়ার প্রতিবাদে ঐ এলাকার যুবসমাজ বিক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানাচ্ছে। রেহাই পাচ্ছেনা স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী ও মায়ের কোলের ৫ বছরের শিশুরাও । এ নিয়ে স্থানীয় সামাজিক সংগঠনের সাথে সংশ্লিষ্ট মোঃ শাহীম হাসান হৃদয়, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাকিব, নাঈম শরীফ এবং মোঃ নাঈম গতকাল সোমবার দুপুর ১২টায় ঐ পল্টনে স্থানীয় যুবসমাজদের নিয়ে বিক্ষুব্ধ অবস্থান নেয় এবং অবৈধ টোল আদায়ের প্রতিবাদ করে। স্থানীয় বাজার ব্যবসায়ী মোঃ আলতাফ হোসেন, চা বিক্রেতা ওয়ালিউল্লাহ, মোঃ সাঈদুল, দেলোয়ার, রাসেল সহ বাজারের একাধিক ব্যবসায়ীরা এ প্রতিনিধিকে জানান বাজারের নতুন পল্টনটি দীর্ঘ চারমাস পূর্বে এখানে এসেছে। তার পর থেকেই এই অসাধু চক্রের হোতা নেছারাবাদ থানাধীন মলুহার গ্রামের জামাল হোসেন এর নামে বি আই ডাবিøউটি এর ডাক আছে বলে ট্রলার ব্যবসায়ী এ¯্রাফিল, সোহেল বাহাদুর, আলাউদ্দিন এ প্রতিনিধকে জানায়। কিন্তু এ ব্যপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান হাসানাত ডালিম এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ঐ খেয়াঘাটটিতে নাজিরপুর উপজেল সহ ০৩ উপজেলার সংযোগ স্থল। বানারীপাড়া থানার তালুকদারের হুলা, পাশর্^বর্তী নেছারাবদ থানার শেষ সীমানা বলদিয়া ইউনিয়ন এর একাংশের লোকজন বৈঠাকা বাজার বন্দরে আসে এবং ঐ সকল এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসাগামী শিক্ষার্থীরাও যাওয়া-আসা করে। খেয়ার ডাকটি ছিল বৈঠাকা বাজার এর ইয়াদুল, নাছরুল এর দোকানের নিকট। ঐ খানের পল্টন অকেজো হইয়া পরায় স্থানীয় লোকজনের তদবিরে পুরাতন খেয়াঘাটে নতুন পল্টন বরাদ্দ হয় এবং বি আই ডাবিøউ টি কর্তৃপক্ষ পুরাতন পল্টনটি নিয়া যায়। স্থানী লোকজনের চলাচলের ব্যঘাত লাঘবের জন্য নতুন পল্টন ই¯্রাফিল ও আবুল ওয়ার্কাশপ এর কাছে এনে স্থাপন করায় পুরাতন ডাক ওয়ালারা ঐ ডাকের দাবি করে চার মাস ধরে ঐ পল্টনে এসে জোড় দখলে টোল আদায় করে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছে। এ নিয়ে স্থানীয় যুব সমাজের মধ্যে চলছে তীব্র ক্ষোভ। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান নতুন পল্টনের বিষয়ে জানান, এখানে কোন ডাক হয়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ:দা:) আল মামুন এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে জানান বিষয়টি নখদর্পনে এসেছে, পুলিশকে জনস্বার্থে কাজ করার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply