1. admin@danikagonikontho.com : admin :
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার কিশোরগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৪ শত পিচ ইয়াবা সহ গ্রেফতার -৩ মঠবাড়িয়ায় নৌকার সমর্থকদের আনন্দ মিছিল চট্টগ্রাম -১১ আসনে দলীয় মনোনয়ন না পেয়ে সতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিলেন আওয়ামিলীগ নেতারা আমি সম্ভাবনাময় প্রার্থী,- এ্যাডঃ সোহরাব উদ্দিন,সাবেক সংসদ সদস্য,কিশোরগঞ্জ-২ নড়াইল -২ আসনে সতন্ত্র প্রার্থী হচ্ছেন সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম মঠবাড়িয়া পৌর প্রশাসকের দায়িত্ব নিলেন উপজেলা নির্বাহী কিশোরগঞ্জ- ২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী -১১ জন লক্ষ্মীপুর-১ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন সংগ্রহ করলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন মঠবাড়িয়ায় দাখিল মাদ্রাসার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ

নেছারাবাদে খোলা বাজারে সরকারি চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৫২ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি;-
পিরোজপুরের নেছারাবাদে ডিলারদের মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রিতে চলছে নানা ধরনের
অনিয়ম। খাদ্য বিভাগ ও ট্যাগ অফিসারদের তদারকির অভাবে বাড়তি দামে বস্তায়
বস্তায় চাল পাচার করছে ডিলাররা। চতুর ডিলাররা সকালে দরিদ্রদের কাছে পঁাচ কেজি করে চাল বিক্রি শুরু করেন। দুপুরের পরে সুযোগ মতো হোটেল মালিক ও খুচরা চাল ব্যবসায়ীদের কাছে বস্তায় ভরে চাল পাচার করেন বলে অভিযোগ রয়েছে।
বাড়তি দামে বাইরের পার্টির কাছে চাল বিক্রি করে ডিলাররা লাভবান হলেও সরকারের
মহৎ উদ্যোগ ভেস্তে যাচ্ছে।
জানাগেছে খাদ্য বিভাগ চারজন ডিলারের মাধ্যমে স্বরূপকাঠি পৌর এলাকায় প্রতিদিন ৮ মেঃ টন করে সপ্তাহে ৪০ মেঃ টন চাল খোলা বাজারে বিক্রি করছেন। ৩০ টাকা কেজি দরে প্রতি পরিবার দৈনিক পঁাচ কেজি করে চাল কেনার সুযোগ পাচ্ছেন। খোলা বাজারে চাল বিক্রির শুরু থেকে ডিলাররা উত্তোলন করা চালের একটি
অংশ বেশী দামে বাইরে বিক্রি করেন বলে অভিযোগ ওঠে। পরে চাল বিক্রিতে অনিয়ম
প্রতিরোধে স্বরূপকাঠি পৌর পরিষদ কার্ড প্রথা চালু করেন। নির্ধারিত কার্ডের মাধ্যমে পৌর এলাকার দরিদ্র নাগরিকদের জন্য প্রতিদিন ৬ মেঃ টন ও
বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মানুষের জন্য দুই মেট্রিক টন চাল বিক্রির ব্যবস্থা রাখা হয়। কার্ড বিতরনেও রয়েছে অনেক অভিযোগ । কার্ডের বাইরে থাকা
ভাসমান লোকদের কাছে বিক্রির জন্য দুই টন চাল নিয়ে কারসাজি করে ডিলাররা। এ
ছাড়া কার্ড থাকার পরেও পৌর এলাকার অনেক পরিবার একটু দেরী করে গেলে অনেক
সময় চাল কিনতে পারেন না। ২নং ওয়ার্ডের হোসেন আলীর পুত্র আঃ করিম অভিযোগ করেন পৌরসভার সামনে ডিলার ফারুক হোসেনের কাছে দুইদিন দুপুরে
গিয়ে চাল পাননি। অথচ তার সামনে থেকে এক হোটেল মালিককে দুই বস্তা চাল দেয়া হয়। সদর ইউপির রাহুতকাঠি গ্রামের সাংবাদিক আজিজুল ইসলাম
অভিযোগ করেন তার বাড়ির দুই আত্মীয় ডিলার কাজী সরোয়ারের কাছে দুইদিন
গিয়ে চাল কিনতে পারেনি। পরে ওই সাংবাদিক নিজে তার আত্মীয়দের নিয়ে
ডিলারের কাছে গেলেও তাদের চাল দেয়া হয়নি। গত বৃহসপতিবার দুপুরে ডিলার
ফারুক পৌরসভার সামনে বসেই দুই হোটেল মালিক ও কুদ্দুস নামের ব্যক্তির কাছে ৫০কেজির দুই বস্তা চাল বিক্রি করেন। এ সময় সাংবাদিকরা বিষয়টি
জিজ্ঞাসা করলে পৌর মেয়র ও একজন কাউন্সিলরের সুপরিশে দিচ্ছেন বলে দাবী করেন
ডিলার ফারুক । এ বিষয় মেয়র গোলাম কবির ফোনে দৃঢ়তার সাথে অভিযোগ অস্বীকার করেন এবং ডিলারকে তিরস্কার করেন। এসব অনিয়মের বিষয় নিয়ে কথা
বললে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মতিউর রহমান জানান খোলা বাজারে চাল বিক্রির
জন্য নিয়োজিত চারজন ডিলারের কার্যক্রম তদারকি করতে ৪জন ট্যাগ অফিসার
দেয়া হয়েছে। বিষয়টি তাদের দেখার কথা বলে জানান খাদ্য কর্মকর্তা। ট্যাগ
অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা গোলেনুর বেগম বলেন গত সপ্তাহে
তিনি ঢাকা ছিলেন এবং এ সপ্তাহে বাড়ি আসার পরে একদিন ডিলারের দোকানে
গিয়েছিলেন। খাদ্য পরিদর্শক ও ট্যাগ অফিসার এইচ এম আনোয়ার হোসেন-বলেন,খেঁাজ খবর নিচ্ছি,তবে কখন বস্তায় বিক্রি করে ধরিয়ে দিতে পারলে সাংবাদিককে পুরষ্কৃত করবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2021 Dainik Agoni Kontho
Theme Customized By Theme Park BD