মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ-
“দুর্যোগে আগাম সতর্কবার্তা-সবার জন্য কার্যব্যবস্থ্য” এ শ্লোগানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন গুরুপ্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে ও প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) শাখাওয়াত জামিল সৈকত, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, প্রেসক্লাব সাবেক সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, ওসি (অপারেশন) আব্দুল হালিম, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনার ভারপ্রাপ্ত কবর্মকর্তা আরাফাত ইসলাম, সিপিপি আবুল কালাম খোকন প্রমূখ।
র্যালি ও আলোচনা সভায় উপজেলা বিভিন্ন সরকারি বেসরকারি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী এ ফায়ার সার্ভিসের সদস্যরা অংশগ্রহণ করেন।
Leave a Reply