আহসান হাবীব, স্টাফ রিপোর্টারঃ-
মা ইলিশের নিরাপদ প্রজননের স্বার্থ চিন্তা করে ৭ অক্টোবর বৃহস্পতিবার মধ্যরাত থেকে ২২ দিনের জন্য সমুদ্র ও নদীতে ইলিশ ধরা নিষেধাজ্ঞা শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে। এ সময় পুরোপুরি নিষিদ্ধ থাকবে মাছ ধরা, বিক্রি, বিপণন, মজুত ও পরিবহন।
মেঘনা পাড়ের জেলেরা অভিযোগের সুরে বলেন, ‘সাগরে মাছ নেই, আমাদের সর্বশেষ সাগর সফরে মাছ ধরে অনেকের হাঁড়ির টাকাও ওঠেনি। তারপর আবার গত বৃহস্পতিবার থেকে ২২ দিনের অবরোধ শুরু হয়েছে। এই অবরোধ কালীন সময়ে আমাদের পরিবার পরিজন নিয়ে সংসার চালানো বড় দায় হয়ে গিয়েছে, এমনও বেলা যায় আমাদের খাবার জোটে না।
নাম প্রকাশে অনিচ্ছুক চেয়ারম্যান ঘাটের এক জেলে বলেন, অবরোধ কালীন সময়ে আমরা যতই কষ্টে থাকি সেটা মেনে নিচ্ছি কিন্তু সরকার আমাদের অবরোধ দিলেও ভারতীয় জেলেরা কী বসে থাকবে তারা তো আমাদের সীমানায় ঢুকে পরবে? ভারতীয়রা তো ঠিকই মাছ ধরছে। পারলে তাদের ধরে আইনগত ব্যবস্থা গ্রহণ করুক সরকার’।
‘মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর মধ্যরাত পর্যন্ত সমুদ্র ও নদীতে ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রয় নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসনের পক্ষ থেকে প্রচার প্রচারণা চালাতে দেখা গিয়েছে। ‘এই সময়ে জেলেদেরকে সরকারি সহায়তা দেয়া হবে কিনা বা কজন জেলেকে কিংবা সঠিক যাচাই-বাছাইকৃত জেলেদের সাহায্য সহযোগিতা পাবেন কিনা? এই বিষয়ে সন্ধিহান দেখা গেছে অনেককে।
Leave a Reply