রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভায় জমিজমার বিরোধের জের ধরে এক প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গঠনাটি ঘটেছে আজ ১৪ অক্টোবর শুক্রবার দুপুর সাড়ে বারোটায় রায়পুর পৌরসভার ৯ নং ওয়ার্ড আহম্মদ উল্লা হাজী কুন্ডু বাড়িতে। সরেজমিন গিয়ে জানা যায়, প্রবাসী বেলায়েত হোসেন বাচ্ছুর খরিদকৃত ৫ শতাংশ জমি তার ভাই মানিক দীর্ঘদিন যাবত দখল করে রাখে। দীর্ঘদিন পর বাচ্চু প্রবাস থেকে এসে তার মালিকীয় সম্পত্তি আয়ত্বে নেয়ার চেষ্টা চালায়। এ ব্যাপারে বহুবার স্থানীয়ভাবে শালিস বৈঠক হয়। শুক্রবারও এ নিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের মধ্যস্ততায় এক শালিস হয়। শালিসের পর হঠাৎ করে মানিক পিছন থেকে লাঠি দিয়ে বাচ্ছুকে আঘাত করে, বাচ্ছুকে তার স্ত্রী মমতাজ ও তার বোন নুরজাহান বাঁচানোর জন্য এগিয়ে আসলে মানিকের স্ত্রী রুনু বেগম ও মেয়ে মারজাহান মিতু এসে মমতাজের চুলের মুঠি চেপে ও গলা চেপে ধরে মাটিতে ফেলে বেদম মারধর করে ও বাচ্ছুকে কামড় দেয়। মমতাজকে উদ্ধার করে বাচ্ছু রায়পুর সরকারীরহাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করায় ও সে নিজি প্রাথমিক চিকিৎসা করিয়ে বাড়িতে আসে।
এ ব্যাপারে বেলায়েত হোসেন বাচ্ছু বলেন, আমি এবং আমার পরিবার বার বার তাদের হাতে নির্যাতিত, আমার ভাতিজি মিতু স্বামীর বাড়ি থেকে এসে আমার পরিবারের উপর হামলা চালিয়েছে। আমার জমির লোভে তারা এ অত্যাচার করে। আমি সরকার ও প্রশাসনের কাছে এর বিচার চাই।
এ ব্যাপারে অভিযুক্ত মানিক বলেন, আমার মেয়ে মিতু মার খেয়েছে, তাকেও হাসপাতালে চিকিৎসা করিয়েছি। বোন নুরজাহান বলেন, এ ঘটনায় আমার ভাই মানিক ও তার স্ত্রী এবং মেয়ে খামখেয়ালি করে গঠনা ঘটিয়েছে।
এ ব্যাপারে ওয়ার্ড কাউন্সিলর খায়রুল আলম রুবেল প্রধানিয়া বলেন, তর্কিত ভুমিটি প্রবাসী বাচ্ছুর খরিদকৃত। মানিকের ঘরের সামনে হওয়ায় সে কিনতে চায়, কিন্তু বাচ্চু বিক্রি করতে রাজি না হওয়ায় এর উৎপত্তি। মারামারির বিষয়টি জেনেছি।
Leave a Reply