আকরাম আলী ডাকুয়া;নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধি:
পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার শারীরিক প্রতিবন্ধি স্কুলের প্রতিবন্ধি সহকারি শিক্ষক জাহিদুল ইসলাম (৩২) স্কুল এমপিওভুক্তির দাবিতে পায়ে হেটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দ্যেশ্যে পথযাত্রা শুরু করেছেন। ১৩ই অক্টোবর সকাল ১০টায় ইন্দুরকানী থেকে রওয়ানা দিয়ে ১৫ অক্টোবর নাজিরপুর উপজেলার মহাসড়কে এ প্রতিনিধির সাথে স্বাক্ষাত প্রাপ্ত হন। এ সময় এ প্রতিবন্ধি শিক্ষক আবেগ আপ্লুত হয়ে এ প্রতিনিধিকে বলেন, একই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মানসিক প্রতিবন্ধি শাহজাহান মোল্লার সংসারে শারীরিক প্রতিবন্ধি হয়ে জন্মগ্রহন করে মা তাসলিমা বেগমের আদলে বড় হয়ে দেশের সর্বোচ্চ ডিগ্রি (মাষ্টার্স) লাভ করেছি কিন্তু ২০১৮ সালে নিজ উপজেলার ইন্দুরকানী প্রতিবন্ধি বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করে অদ্যবধি পর্যন্ত কর্মরত আছি। কিন্তু বিদ্যালয়টি এমপিওভুক্তি না হওয়ায় শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা না হওয়ায় অর্ধাহারে- অনাহারে দিন কাটাতে হচ্ছে, তাই পরিবারের চাহিদা পূরণে অবসর সময়ে চা বিক্রয় করছি। এমন কঠিন পরিস্থিতিতে একাধিকবার এমপিওভুক্তির জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করলেও তা গ্রহন হয়নি। যার কারণে কিশোরগঞ্জের দৃষ্টি প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষকসহ আমরা প্রধান মন্ত্রীর কার্যালয়ে পায়ে হেটে পথযাত্রা শুরু করছি। এ সময় ঐ শিক্ষকের সহায়তার জন্য ঐ এলাকার সামাজিক সংগঠনের ও ঐ স্কুলের শিক্ষিকা জিনাত সুলতানার স্বামী ইন্দুরকানী সামাজিক সংগঠন এর সদস্য আরিফুর রহমান টুটুল এই প্রতিবন্ধি শিক্ষককে সহায়তা দিয়ে পায় হেটে চলছেন। তিনি এ প্রতিনিধিকে জানান, এলাকায় অনেক বিত্তবান সামাজিক সংগঠন থাকলেও এই প্রতিষ্ঠানে সহায়তা করার মত কোন লোক নেই। তাই আজকে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাচ্ছি, দেশে যে সকল প্রতিবন্ধি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেককে সরকারের সু-নজরে আনার দাবিতে।
Leave a Reply