পীরজাদা মোঃ মাসুদ হোসাইন,রায়পুর(লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ-
লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে রায়পুর থেকে বিজয় লাভ করেছেন সদস্য প্রার্থী মামুন বিন জাকারিয়া। আজ সকাল ৮ টা থেকে বেলা ২ টা পর্যন্ত শান্তিপূর্নভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। রায়পুর উপজেলা থেকে সদস্য প্রার্থী ছিলো দু’জন। এখানে ভোটার সংখ্যা ১৪৬। ভোট পড়েছে ১০০%। মামুন বিন জাকারিয়া পেয়েছে ৯০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মঞ্জুর হোসেন সুমন পেয়েছেন ৫৬ ভোট। বিগত দিনে তিনি নির্বাচিত সদস্য ছিলেন। মামুন বিন জাকারিয়া গত ৫ বছরে তার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছে। বিনিময়ে এক টাকাও নেয়নি। তার নির্বাচনী এলাকার বাইরেও সে ব্যাপক উন্নয়ন কাজ করেছে। যেমনঃ গত মেয়াদে রায়পুর পৌরসভা তার এরিয়ার বাইরে হওয়া সত্বেও ৩ নং ওয়ার্ড বয়াতী বাড়িতে একটি ডিপকল ও পুকুর ঘাট করে দিয়েছে, ৭ নং ওয়ার্ড সর্দার বাড়িতে একটি ডিপকল ও পুকুর ঘাট করে দিয়েছে, রায়পুর বড় মসজিদের উন্নয়নের জন্য বরাদ্ধ দিয়েছেন। এছাড়াও চরপাতা, কেরোয়া, বামনীসহ পুরো রায়পুরেই তার উন্নয়নের হাত রয়েছে।
তার সহোদর ভাই রায়পুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়া, তার বিজয়ের ব্যাপারে মূখ্য ভূমিকা পালন করেছেন। তাছাড়া সাবেক জেলা পরিষদ সদস্য শাখাওয়াত হোসেন আরিফ প্রকাশ্যে মামুনের পক্ষে অবস্থান করেছেন।
রায়পুরের পশ্চিমাঞ্চলের ৪ টি ইউনিয়নের ৫২ টি ভোট মামুনের পক্ষে নেয়ার ব্যাপারে ম্যাকসন্স গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন- প্রকাশ্যে দায়িত্ব নিয়েছেন। মোট ভোটের প্রায় ৬২% ভোট পেয়েছেন মামুন। তিনি সকল ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
এদিকে, অপর প্রার্থী সাবেক নির্বাচিত সদস্য মঞ্জুর হোসেন সুমনও বিজিত হয়েও সকল ভোটারগনকে শুভেচ্ছা জানিয়েছেন।
Leave a Reply