পীরজাদা মোঃ মাসুদ হোসাইন, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ-
লক্ষ্মীপুর জেলার রায়পুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন পালন করা হয়। এ উপলক্ষে আজ মঙ্গলবার রায়পুর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, রায়পুর সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল, রায়পুর থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া, রায়পুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মাজেদা বেগম, শিক্ষা অফিসার সাইফুল হক প্রমূখ। দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে শিশু কিশোরদের নিয়ে কেক কাটা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply