এম এ হান্নান কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার গান্দারচর গ্রামে পূর্ব শত্রুতার জেরে ফসলী সবজী জমি নষ্টের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
মামলার সুত্রে জানা যায়,উপজেলার গান্ধুয়ারচর গলির বাড়ীর মো: এমাদ মিয়ার খরিদকৃত/ পৈতৃক সম্পতি জোর করে দখল করার অভিযোগ পাওয়া গেছে। চরফারদী মৌজার ২৮ শতাংশ ফসলের জমিতে পানের বরজ ও পকুরের পাড়ে লাগানো প্রতিপক্ষের রেন্টি গাছের পাতা পড়ে মাছ মারা যায়, তাই প্রতিপক্ষকে গাছের ডাল কেটে দেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়।
বাকবিতণ্ডাকে কেন্দ্র করে গত ১৮ অক্টোবর মঙ্গলবার অভিযুক্ত ১ নং আসামী গান্ধার চর ইব্রহিমের ছেলে ইদ্রিস আলী, রুহুল, জহুরুল হক, ইব্রাহিম ও আমিনুল হক গংরা অভিযোগকারী এমাদ মিয়ার বাড়ীতে দেশীয় অস্র নিয়ে হানা দেয়, পরে তাদেরকে বাদা দিলে মামলার সাক্ষী হাজেরা বেগমকে বিবস্র ও তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় এবং সাক্ষী মানিক মিয়াকে মারধর করে। তাছাড়া ফসলী জমির বেগুন, লাউ, শিম গাছ নষ্ট করে বলে অভিযোগ কারী অভিযোগ দায়ের করেন।
গত ২০শে অক্টোবর এমাদ মিয়া বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে কিশোরগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্যট আদালতে অভিযোগ করেন। অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও তাদের নামে মিথ্যা অপবাদ বলে বলে জানান অভিযুক্তরা।
Leave a Reply