কয়রা(খুলনা)প্রতিনিধিঃ- সুন্দরবন থেকে ২ টি তক্ষক সাপ পাচারকালে ৪ জনকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে অবৈধ বেন্দী জাল সহ নৌকা উদ্ধার করা হয়। জানা গেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও ড. আবু নাসের মোহসীন হোসেনের নিদের্শনায় খুলনা রেঞ্জ কর্মকর্তা এজেডএম হাছানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে গতকাল ২৬ অক্টোবর সকাল ৬ টার দিকে কালাবগী স্টেশনের নিষিদ্ধ ভদ্রা নদীর মান্কির খাল এলাকা থেকে দুটি তক্ষক সাপ সহ তাদেরকে আটক করা হয়। এ সময় কালাবগী স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম সহ বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন। আটককৃতরা হলেন পাইকগাছা উপজেলার গড়েড়আবাদ গ্রামের মাসুম বিল্যাহ, লেয়াকাত মোল্যা, মুরসালিন ও গড়ুইখালী গ্রামের রমজান মল্লিক। এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে কোট হাজতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply