বান্দরবান জেলা প্রতিনিধিঃ-
বান্দরবানের আলীকদম উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ মোঃ সৈয়দুল আমিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পিবার (২৭ অক্টোবর২০২২ইং) বিকাল সাড়ে ২ টার সময় আলীকদম সদর ইউনিয়নের ৪নং পয়ার্ড়ের চিয়নী পাড়ার বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে মোঃ সৈয়দুল নামের ব্যক্তিকে পুলিশ আটক করে।
সুত্রে জানাযায় আটককৃত ব্যক্তিটি হলেন আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের মোহাম্মদ আব্দুস শুক্কুর মিস্ত্রির ছেলে মোঃ সৈয়দুল আমিন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি বিশেষ টিম চিয়নী পাাড়ার বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ব্যক্তিকে আটক করে সেসময় তল্লাশি চালিয়ে তার কাছে পাঁচ হাজার পিস ইয়াবা জব্দ করেন। জব্দকৃত মাদকদ্রব্যর আনুমানিক বাজারের মূল্য দেড় লাখ টাকা হবে বলে জানান।
এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দীন সরকার বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
জমির উদ্দিন
বান্দরবান জেলা প্রতিনিধি
Leave a Reply