পীরজাদা মোঃ মাসুদ হোসাইন, রায়পুর(লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ-
লক্ষ্মীপুর জেলার রায়পুর থানায় কমিউনিটি পুলিশিং ডে -২০২২ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ অক্টোবর শনিবার বেলা ১১ টায় রায়পুর থানা থেকে একটি র্যালী এবং আলোচনা সভার মাধ্যমে দিনটি পালন করা হয়। র্যালী ও আলোচনা সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার রায়পুর সার্কেল শেখ সাদী, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অণজন দাস, রায়পুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়া, সাবেক ভাইস-চেয়ারম্যান মোঃ শাহজাহান, হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মফিজ উদ্দীন, রায়পুর থানার ওসি তদন্ত হাসান জাহাঙ্গীর, ৪ নং সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট ইউসুফ জালাল কিসমত, রায়পুর পৌর আওয়ামীলীগের সাঃ সম্পাদক আবু সাঈদ ঝুটন, রায়পুর প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ঢালী, হায়দরগঞ্জ মডেল কলেজের শিক্ষক মোস্তফা কামাল, ফারুক মেম্বার, দফাদার দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন, রায়পুর থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া, উপস্থাপনা করেন, হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিৎ বড়ুয়া। উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারগন, ফায়র সার্ভিসের কর্মীগন, শিক্ষক, ব্যাবসায়ী, রাজনৈতিক কর্মী, পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যবৃন্দ, পৌর কাউন্সিলরবৃন্দ, ইমাম-মোয়াজ্জিনগন ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সবাদকর্মীগন।
বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং এর জনক, রায়পুরের কৃতি সন্তান সাবেক আইজিপি শহুদুল হক, প্রতি ৭ হাজার জনগনের জন্য ১ জন পুলিশ, কমিউনিটি পুলিশিং ঝিমিয়ে পড়েছে, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশিং এর পুরনো কমিটিগুলো ভেঙে নতুন কমিটি করতে হবে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পুলিশের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে, সাধারন জনগনকে বিনা পয়সায় আইনী সেবা দিতে হবে।
Leave a Reply