আকরাম আলী ডাকুয়া; নাজিরপুর(পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুর জেলার নাজিপুর উপজেলায় সদ্য যোগদানকারী নির্বাহী কর্মকর্তা বাবু সঞ্জিব দাস এর দপ্তরে ৩১ অক্টোবর বিকাল ৩টায় নাজিরপুর উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছিদ্দিকুর রহমান তুহিন, সহ-সভাপতি আকরাম আলী ডাকুয়া, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি, বাবু সঞ্জিব কুমার রায়, সাবেক সভাপতি, কে এম সাঈদ, সাবেক সভাপতি, মোঃ লাহেল মাহামুদ, সাবেক সাধারণ সম্পাদক, মোস্তাফিজুর রহমান লাভলু, কোষাধ্যক্ষ, মোঃ আল-আমীন হাজরা, সাংবাদিক উত্থান মন্ডল প্রমুখ। মতবিনিময়কালে উপস্থিত সাংবাদিকরা নির্বাহী কর্মকর্তাকে নাজিরপুর উপজেলার হত-দরিদ্র মানুষের পাশে থাকার আশা ব্যাক্ত করেন এবং তার হাতে নাজিরপুর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে দেখতে চান। এ সময় সদ্য যোগদানকারী নির্বাহী কর্মকর্তা জানান, আমি ৩৩ তম বিসিএস এ মেডিকেলে চিকিৎসক হিসেবে ক্যাডার হই অত:পর ৩৪ তম বিসিএসএ প্রশাসন বিভাগে ক্যাডার হয়েছি। অত:পর নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের উপস্থাপিত বক্তব্যে আশস্থ করে বলেন যে, আমি আমার মেধা ও শ্রম দিয়ে অসহায় মানুষের পাশে দাড়িয়ে আপনাদের কথা রাখার সর্বোচ্চ চেষ্টা করব।
Leave a Reply