আকরাম আলী ডাকুয়া,নাজিরপুর উপজেলা প্রতিনিধি:
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা চেয়ারম্যান আর নেই। জানা গেছে নাজিরপুর উপজেলা চেয়ারম্যান বাবু অমূল্য রঞ্জন হালদার (৯০) ইং ০১ নভেম্বর দুপুর অনুমান ১২ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পিরোজপুর জেলা সদর হাসপাতালে বসে শেষ নিঃশাস ত্যাগ করেন। তিনি পিরোজপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ছিলেন এবং কর্মজীবনে নাজিরপুর সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক ছিলেন। তিনি দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তাহার মৃত্যুর সংবাদে নাজিরপুর উপজেলার সকল কর্মকর্তা সহ সকল স্তরের মানুষের হৃদয়ে শোকের ছায়া বিরাজ করছে। পারিবারিক সূত্র মতে জানা গেছে উপজেলা চেয়ারম্যারে সহধর্মীনি ১০ বছর পূর্বে মৃত্যুবরণ করায় নি:স্বঙ্গ জীবন হয়ে যায়। ৩পুত্র ১ কন্যাকে নিয়ে ভাঙ্গা সংসার ধরে রাখেন। তারই মধ্যে মেঝ ছেলে মৃত্যুবরণ করার পর বর্তমানে ২ পুত্র ১ কন্যা সন্তান ও ১ পুত্রবধু সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আরা জানা যায় গতকাল ৩১ অক্টোবর ৮নং শ্রীরামকাঠী ইউনিয়ন আওয়ামীলীগের দ্বিবার্ষীক সম্মেলন শেষ করে গভীর রাত্রে বাড়ীতে আসায় ঠান্ডাজনিত কারণে অসুস্থ হয়ে পড়ে পড়ে ব্যাপক শাসকষ্ট শুরু হলে নাজিরপুর উপজেলা হাসপাতালের ডাক্তার চিকিৎসা করে উন্নতি চিকিৎসার জন্য পিরোজপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানেই তিনি শেষ নিঃশাস ত্যাগ করেন।
Leave a Reply