এম এ হান্নান কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ-
কিশোরগঞ্জ সদর পাকুন্দিয়া, কটিয়াদী এই তিন উপজেলা ৫ টি ইউনিয়ন পাঠুয়াভাঙ্গা,চৌদ্দশত, চন্ডিপাশা, বনগ্রাম,নারান্দি ইউনিয়নের মিলন স্থল ঐতিহ্যবাহী কালিয়াচাপড়া পুলেরঘাট বাজার বনিক সমিতির নির্বাচনে সভাপতি পদে তরুণ প্রার্থী সাইফুল ইসলাম জাফরুল ভূঞা । কিশোরগঞ্জ জেলা তিন উপজেলার সুনামধণ্য ও প্রাচীনতম বাজারের মধ্যে পুলেরঘাট বাজার অন্যতম। আগামী ১৯ নভেম্বর ২০২২ এ বাজারের বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বনিক সমিতি নির্বাচনে সভাপতি পদপ্রার্থী সাইফুল ইসলাম জাফরুল ভূঞা গতকাল ৩১ অক্টোবর সোমবার সন্ধ্যা পুলেরঘাট বাজার সুজন মাইক সার্ভিসের সামনে ব্যাবসায়ীদের কে নিয়ে মতবিনিময় সভা করেন শুরু থেকেই প্রচার প্রচারণায় নেমে পরেছেন। বাজারের প্রতিটা দোকানে দোকানের ভোটারদের কাছে দোয়া ও ভোট চান তিনি।
সভাপতি পদপ্রার্থী সাইফুল ইসলাম জাফরুল ভূঞা ,জানান,আমি আগামী ১৯ নভেম্বর বাজার বনিক সমিতির নির্বাচনের একজন সভাপতি প্রার্থী । যদি বাজারের ভোটাররা মনে করেন আমি যোগ্য আর আমাকে নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে সভাপতি নির্বাচিত করেন তাহলে বাজারের সকল উন্নয়নমূলক কাজগুলো সম্পর্ন করবো।
আমি আশবাদী যদি ব্যবসায়ী ভাইয়েরান আমাকে তাদের ভোট দিয়ে নির্বাচিত করলে তাহলে বাজারের সেবামূলক কাজ ও সমস্যা জনিত সকল কাজ সম্পর্ন করবো। সব সময় তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আমি বাজারের উন্নয়নের কথা চিন্তা করে সভাপতি
পদে নির্বাচন করতে যাচ্ছি। আমি নির্বাচিত হলে আমার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবো কথা দিলাম। মতবিনিময় সভা উপস্থিত ছিলেন চৌদ্দশত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আতাহার আলী, আলম মিয়া, লিটন মিয়া, মানিক ভুঁইয়া, স্বপন মিয়া, আরফান উদ্দিন । সকল ব্যবসয়ীদের একই কথা নির্বচন জাফরুল ভূঞা কে সভাপতি হিসাবে নির্বাচিত করার জন্য ভোট চাই ।
Leave a Reply