মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ-
পিরোজপুর ডিবি পুলিশ দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) অভিযান চালিয়ে বাহাদুর হাওলাদার (২৬) নামের এক মাদক কারবারী গ্রেপ্তার করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উত্তর মিঠাখালী মাঝেরপুল স্টিল ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাহাদুর উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের কামাল হাওলাদারের ছেলে।
ডিবি পুলিশের এসআই আল মামুন হোসেন জানান, উত্তর মিঠাখালী মাঝেরপুল স্টিল ব্রীজ এলাকায় মাদক বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মাঝের পুল স্টিল ব্রীজের পাশে আবেদ হালাদারের মুদি দোকানের সামনের পাকা রাস্তার ওপর থেকে বাহাদুরকে আটক করা হয়। এসময় তাঁর দেহ তল্লাসী করে থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পিরোজপুর ডিবি পুলিশ দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) ওসি মো. আসলাম উদ্দিন জানান, গ্রেপ্তাকৃত বাহাদুরকে মঙ্গলবার রাতেই থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এসআই আল মামুন হোসেন বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। ডিবি পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. নূরুল ইসলাম বাদল, মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত বাহাদুরকে বুধবার (২ নভেম্বর) মঠবাড়িয়া সিনয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply