আলীকদম,বান্দরবান প্রতিনিধি;-
মাননীয় প্রধানমন্ত্রী অভিপ্রায় ২০৪১ সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বান্দরবান আলীকদম উপজেলায় উদ্ভাবনী মেলা ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ ১০ নবেম্বর ২০২২ইং বৃহস্পতিবার আলীকদম উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে আলীকদম বঙ্গবন্ধু চত্বরে এক বিশাল কৃষক সমাবেশ ও উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়।
বিশাল কৃষক সমাবেশে ও উদ্ভাবনী মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ে মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়। এসময় উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক জনাবা য়াছমিন পারভীন তিবরীজি মহোদয়, আলীকদম নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম,বান্দরবান জেলা পরিষদের সদস্য উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক জনাব দুংড়ি মং মার্মা, আলীকদম উপজেলা আওয়ামী লীগের ভার- সভাপতি জনাব জামাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব গোলাম ফারুক, প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মুসাব্বির খান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন,আলীকদম উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার রোকসানা, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব কফিল উদ্দিন (বিএসসি) , মুক্তিযোদ্ধা কমন্ডার, জনাব আব্দুল মান্নান, আলীকদম থানা অফিসার ইনচার্জ জনাব নাছির উদ্দীন সরকার, ১নং ইউপি চেয়ারম্যান জনাব নাছির উদ্দীন (বিএ) , ৩নং ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন, সহকারী প্রোগ্রামার মৃন্ময় দাশ ও বিভিন্ন দপ্তরের সরকারি, বেসরকারি কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
এইসময় উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন ও প্রতিটি স্টল পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয় ও বান্দরবান জেলা প্রশাসক জনাবা ইয়ামিন পারভীন তিবরিজী মহোদয়।
মেলা উদ্বোধন ও স্টল পরিদর্শন শেষে, মাননীয় প্রধানমন্ত্রী অভিপ্রায় ২০৪১ সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে কৃষক সমাবেশ বক্তব্য রাখেন পার্বত্য মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয় , জেলা প্রশাসক,জনাবা ইয়াছমিন পারভীন তিবরীজি মহোদয়।
জমির উদ্দিন
বান্দরবান জেলা প্রতিনিধি
Leave a Reply