নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি:-
মনিরামপুরের হোগলাডাঙ্গা মেথোডিষ্ট চার্চের উদ্যোগে এবং অপারেশন জেনারেশনের সহযোগীতায় ৩৯০ জন শিশুর মধ্যে বিনামূল্যে গিফট বক্স বিতরণ করা হয়। এ উপলক্ষে গতকাল শনিবার হোগলাডাঙ্গা মেথোডিক চার্চে গিফট বক্স বিতরণ পূর্ব এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন হোগলাডাঙ্গা মেথোডিষ্ট চার্চের পালক রেভা বার্ণোবাস শংকর দাশ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেন পলাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হরিদাসকাটি ইউপি চেয়ারম্যান আলমগীর কবীর লিটন অপারেশন জেনারেনের আঞ্চলিক ম্যানেজার সুজিত বিশ্বাষ, রনি বিশ্বাস, প্রকল্প (ভারপ্রাপ্ত) ম্যানেজার সঞ্জয় বাড়ৈ, প্রধান শিক্ষক তপতী রানী সরকার, মো: ইতিয়ার হোসেন, শংকর দাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিশনের পালকবৃন্দ, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ ৩৯০ জন শিশুর মাঝে গিফট বক্স বিতরণ করেন।
Leave a Reply