মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ- পিরোজপুরের মঠবাড়িয়ায় দেশের সর্বাধুনিক জনপ্রিয় ইকেট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের চলমান বিক্রয় ও সেবা কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে ওয়ালটন মিট দ্যা রিটেইলার অনুষ্ঠানের পাশাপশি মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাতে শহরের শহীদ মোস্তফা খেলার মাঠে আরএম ইলেকট্রনিক্সের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক সরকার।
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্র নায়ক আমিন খান, চিফ মার্কেটিং অফিসার ফিরোজ আলম, এক্সিকিউটিভ ডিরেক্টর মনিরুল হক মনা, এডিশনাল ডিরেক্টর সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, পিরোজপুর ডিবি পুলিশ (দক্ষিণ বিভাগ) ওসি মো. আসলাম উদ্দিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আরএম ইলেকট্রনিক্সের প্রোপাইটর মো. খলিলুর রহমান। অনুষ্ঠানে ৫ জন বিশেষ ক্রেতাকে পুরস্কৃত করা হয়। সন্ধ্যার পরে শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহীম বলেছেন, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। একই সাথে বাল্যবিবাহ ও ইভটিজিং সহ সকল প্রকার অপরাধ রোধে সকলের সহযোগিতা কামনা করছেন সন্ত্রাসী জঙ্গীবাদ কোন ভাবেই প্রশ্রয় দেয়া হবে না। প্রশাসনের ব্যাপক তৎপর রয়েছে তাদের বিষদাত ভেঙে দেবার জন্য।
Leave a Reply