মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ- পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযানে ৫০ পিচ ইয়াবা সহ ইমরান মাল (২৪) নামের এক মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ নভেম্বর) রাতে এস আই জ্যোতির্ময় হালদার সঙ্গীয় ফোর্স এর সহয়তায় তুষখালী জানখালী সড়কের আলম আকনের বাড়ীর সামনের পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তরকৃত ইমরান মাল ভান্ডারিয়া উপজেলার হরিনপালা ৯নং ওয়ার্ডের আব্দুল মালেক মালের ছেলে।
পিরোজপুর ডিবি পুলিশ দক্ষিণ (মঠবাড়িয়া) বিভাগ ওসি মো. আসলাম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ৫০ পিস ইয়াবাসহ মদক ব্যবসায়ি ইমরান মালকে আটক করা হয়। এ ঘটনায় এস আই জ্যোতির্ময় হালদার বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। আটককৃত ইমরান মালকে সোমবার রাতেই থানায় হস্তান্তর করা হয়েছে।
মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ইমরান মালকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (১৫ নভেম্বর) মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে। আদালতের বিজ্ঞ বিচারকি হাকিম মো. কামরুল আজাদ ইমরান মালকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
Leave a Reply