1. admin@danikagonikontho.com : admin :
বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরাইলে প্রকৌশলী আবু শামীম মোহাম্মদ পিয়ার পলাশ শিক্ষা বৃত্তি -২০২৩ প্রদান নাজিরপুরে প্রয়াত ওয়ার্ড বিএনপি নেতা লিয়াকত হোসেনের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জ-২ সংসদীয় আসনে জনপ্রিয়তার শীর্ষে আওয়ামীলীগের এ্যাডঃ সোহরাব উদ্দিন অনিয়মের অভিযোগে নাজিরপুরের এ্যাসিল্যান্ড সাময়িক বরখাস্ত চট্টগ্রামে ছেলের হাতে বাবা খুন চট্টগ্রাম ইপিজেড থানা পুলিশের অভিযানে চোরাই মটর সাইকেল সহ গ্রেফতার -৫ চট্টগ্রামে কলেরার টিকা কার্যক্রমের তৃতীয় দিনে উপস্থিতির সংখ্যা কম মঠবাড়িয়ায় অবৈধ কারেন্ট জাল বিক্রয়কারি ৪ জনকে জরিমানা মঠবাড়িয়ায় মুজিব কেল্লা নির্মাণ কাজের উদ্বোধন পিরোজপুর জেলা যুবদলের নবনির্বাচিত কমিটিকে নাজিরপুরে ফুলের মালা দিয়ে অভিনন্দন

সুবর্ণচরের প্রধান সড়কে দুধর্ষ ছিনতাই, ৬ লক্ষ টাকা লুট

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৭৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার;-
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার প্রধান সড়কে দূধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ছিনতাইকারীরা নগদ ৬ লক্ষ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে, উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তনু সওদাগরের ছেলে মোঃ ফারুক (৪০) ও ৯নং ওয়ার্ড চরবাগ্যা গ্রামের হাজী রফিক উল্যার পুত্র সাহাব উদ্দিন ( ৫০) নামে দুইজন আহত হয়েছেন।

আহতরা চরজব্বর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে মাইজদী – সুবর্ণচরের প্রধান সড়ক আব্দুল্লাহ মিয়ার হাটের উত্তর পাশে চাঁন বাড়ির কেল্লা নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহত ভুক্তভোগী ফারুক ও সাহাব উদ্দিন বলেন, সকাল ১০ টাই চরজুবিলী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার আক্তার উদ্দিন শাহীনের পাওনা টাকা আনার জন্য নোয়াখালী মাইজদী শহরে ঠিকাদার রাজিব এবং নিজামের কাছে যান তারা, রাজিব তাদেরকে নগদ ৪ লক্ষ টাকা দেন, এবং নিজাম কন্টেকটার ২ লক্ষ টাকার এনসিসি ব্যাংকের চেক প্রদান করেন, (চেক নাম্বার M 4339942) চেকের ২ লক্ষ টাকা উত্তোলন করে মোট ৬ লক্ষ টাকা নিয়ে সুবর্ণচরের উদ্দেশ্যে রওয়ানা হন তারা, আসার পথে আব্দুল্লাহ মিয়ার হাটের উত্তর পাশে চাঁন বাড়ির কেল্লা নামক স্থানে আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় পৌঁছলে ৪/৫টি মোটরসাইকেল তাদের গতিরোধ করে এলোপাতাড়ি মারধর করে সাথে থাকা ৬ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। এসময় তারা চরজুবিলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত সামছুল হকের পুত্র রিয়াজ কন্টেকটারকে চিনতে পান, বাকিদেরকে চিনতে পারেননি,পরে একটি কালো রংয়ের মাইক্রোবাসে উঠে রিয়াজ কন্টেকটার পালিয়ে যায়, অন্যরা মোটরসাইকেল নিয়ে চলে যায়।

স্থানীয়রা চরজব্বর থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে চরজব্বর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

আক্তার উদ্দিন শাহীন মেম্বার বলেন, রিয়াজ কন্টেকটার তার ভগ্নীপতি হোন, বিগত কয়েক মাস যাবত তার বোনের সাথে পারিবারিক কলহ চলে আসছিলো, পারিবারিক কলহের ঘটনার প্রবাদ করায় পর্ব পরিকল্পিতভাবে তার লোকজনের উপর হামলা ও নগদ ৬ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছেন বলে তিনি দাবী করেন।

প্রত্যক্ষদর্শী আনচার উল্লা চাঁদ ও লেদু সর্দার জানান, তারা সোনাপুর যাওয়ার পথে চাঁন বাড়ির কেল্লা নামক স্থানে ফারুক এবং সাহাব উদ্দিনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে চরজব্বর থানায় ফোন করলে থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

অভিযুক্ত রিয়াজ কন্টেকটার বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না, দুপুর আড়াইটার সময় তিনি মাইজদী ডিবি অফিসে ছিলেন।

চরজব্বর থানার এস আই সোহেল মাহমুদ জানান, ছিনতাইয়ের ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করছি, লিখিত অভিযোগ ফেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2021 Dainik Agoni Kontho
Theme Customized By Theme Park BD