মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ-
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের দেশীয় প্রজাতির মাছ শামুক ঝিনুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী সাইফুল ইসলাম প্রিন্স এর বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
এ সংক্রান্ত বিষয় এলাকাবাসী গণ স্বাক্ষর করে প্রকল্প পরিচালক মৎস্য অধিদপ্তর গোপালগঞ্জ শাখায় লিখিত অভিযোগও দিয়েছেন।
জানা গেছে, এ প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প স্বাবলম্বী করার অংশ হিসেবে মঠবাড়িয়া উপজেলার ২৫ জন জেলেদের মাঝে গরু এবং ছাগল দেবার কথা থাকলেও প্রকল্পের মাঠ সহায়ক সাইফুল ইসলাম প্রিন্স প্রত্যেককে গরু দেবার কথা বলে পাঁচ হাজার টাকা করে হাতিয়ে নেন। গত ২৮ জুলাই উপজেলা পরিষদে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ জনের মাঝে গরু এবং ১৫ জনের মাঝে ছাগলের বাচ্চা বিতরণ করা হয় ।
সরেজমিনে গেলে সাপলেজা গ্রামের মোশারফ হোসেন বলেন, প্রিন্স গরু দেবার কথা বলে ৫ হাজার টাকা নিয়ে একটি গরুর বাচ্চা দিয়েছেন। খেতাছিড়া গ্রামের কামাল হোসেন, সোহাগের স্ত্রী তাসলিমা বেগম, ঝাটিবুনিয়া গ্রামের রিংকু রানী, পনু দর্জিসহ নাম প্রকাশ নাশর্তে একাধিক ব্যাক্তি জানান, প্রিন্স গরু দেবার কথা বলে ৫ হাজার টাকা নিয়ে দুটি করে ছাগলের বাচ্চা দিয়েছে।
গুঞ্জন রয়েছে সাইফুল ইসলাম প্রিন্স স্থানীয় একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার আশীর্বাদে এ প্রকল্পে যোগদান করেছেন। অভিযুক্ত সাইফুল ইসলাম প্রিন্স এ ব্যাপারে কোন সদুত্তর দিতে পারেননি। তবে তিনি বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply