আকরাম আলী ডাকুয়া; নাজিরপুর(পিরোজপুর) প্রতিনিধিঃ-
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় ৮ বছর পরে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষীক সম্মেলনে রণক্ষেত্রে পরিনত হয়েছে, আহত কমপক্ষে ১ডজন। জানাগেছে ১৯ নভেম্বর দিনভর উপজেলার সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয় ক্যম্পাসে সম্মেলনের ভেনুতে দলীয় কর্মসূচীর সকল কার্যক্রম করা হয়। প্রথমার্ধের পর্ব শেষ করে বিকাল ৪টায় কমিটি ঘোষণা দেওয়ার পূর্ব মুহুর্তে সাবেক সংসদ সদস্য একে এম আউয়াল এর ক্যাডার বাহীনির সঙ্গে বর্তমান সংসদ সদস্য, মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রীর গ্রুপের কর্মীদের সাথে কথার বাক-বিতন্ডের এক পর্যায়ে রনক্ষেত্রে পরিনত হয়। এ সময় আউয়াল গ্রুপের এক ক্যাডার বাহীনি কোমাড় থেকে পিস্তল উুঁচিয়ে গুলি করতে চেষ্টা করলে মন্ত্রীর গ্রুপের আহত সুবোধ মিস্ত্রী ও মেজবাহ হাওলাদার ঐ পিস্তল বহনকারীর সঙ্গে ধস্তাধস্তি করলে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। এ সময় দুইপক্ষের সংঘর্ষের ব্যপক তীব্রতা ধারন করলে আউয়াল গ্রুপের বেপরোয়া আক্রমনে রশিদ শেখ, সোহাগ মৃধা, শৈলেন সমদ্দার, জুয়েল শেখ, শহিদুল ইসলাম সহ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তরিকুল ইসলাম তাপস গুরুতর আহত হন। উপস্থিত পুলিশ দ্রুত ঘটনাটি নিয়ন্ত্রনে আনলে আহতদেরকে নাজিরপুর হাসপাতাল সহ অন্যত্র চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ২জনকে প্রেরণ করা হয় বলে মেডিকেল সূত্র মতে জানা যায়। এক পর্যায়ে পরিস্থিতি শান্ত হলে সদর ইউনিয়ন চেয়ারম্যান মোশারেফ হোসেন খান সভাপতি ও ৪ নং দীর্ঘা ইউনিয়ন চেয়ারম্যান আশুতোষ বেপারী সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করে নেতৃবৃন্দ সমাবেশ স্থল ত্যাগ করেন। এলাকায় এখন থম থম অবস্থা বিরাজ করছে। যে কোন সময় পুনরায় শুরু হতে পারে বড় ধরনের সংঘাত।
Leave a Reply