মোঃ মোশাররফ হোসেন মনির
বাগেরহাট জেলা প্রতিনিধি;-
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার কৃতি সন্তান প্রফেসর ডাঃ মহিউদ্দিন মাতুব্বর শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন। গত ১৭ নভেম্বর ২০২২ তারিখ বৃহস্পতিবার তিনি ওই পদে যোগদান করেন। ডাঃ মহিউদ্দিন মাতুব্বর উপজেলার সোনাতলা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম আলী হোসেন মাতুব্বরে জ্যেষ্ঠ পূত্র। তিনি শরণখোলায় প্রাথমিকের পাঠক্রম শেষ করে ১৯৮৩ সালে ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৮৫ সালে বাগেরহাট পিসি কলেজ থেকে এইচএসসি পাস করে ১৯৯৩ সালে বরিশাল মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে এমবিবিএস পাস করে বিভিন্ন মেডিকেলে চাকুরী করেন। এরপর তিনি সার্জারি বিষয়ে এফসিপিএস সম্পন্ন করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচ বছর সহযোগী অধ্যাপক ও চার বছর অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনের পর সেখান থেকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ হিসেবে পদায়ন হলেন। শরণখোলার এই কৃতি সন্তানের পদায়নে আত্মীয়-স্বজনসহ উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে বলে জানাগেছে। ডাঃ মহিউদ্দিন একজন সৎ পরিছন্ন পরোপকারী মানুষ হিসেবে সর্বজন শ্রদ্ধেয়। তিনি যেখানেই চাকুরি করেছেন সেখানেই মানুষের সেবায় নিয়োজিত থেকে মানবতার ফেরিওয়ালা হিসেবে খ্যাতি অর্জন করেছেন।
Leave a Reply