পঙ্কজ মিত্র:মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় নিরাপদ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে বেতমোর উলুবাড়িয়া ৯নং ওয়ার্ডের বাসিন্দা দৃষ্টি প্রতিবন্ধী ইয়াছিন হাওলাদারকে নিরাপদ সংগঠনের পক্ষ থেকে সাধ্যমত আর্থিক সহায়তা করা হয়। ইয়াসিনের দুই কন্যা সন্তান তারাও দৃষ্টি প্রতিবন্ধী।
আজ ২০ নভেম্বর রোবববার বেতমোর উলুবাড়িয়া ৯নং ওয়ার্ডের সাইক্লোন সেল্টার প্রঙ্গনে এ আর্থিক সহায়তা হস্তান্তর করেন সংগঠনের চেয়ারম্যান কামরুল হাসান লিটন। উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার সভপতি ইসমাইল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক বিদ্যুৎ সাওজাল, সাংগঠনিক সম্পাদক শাহআলম শিকদারসহ নেতৃবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো. নজরুল ইসলাম বেপারী, বীরমুক্তিযোদ্ধা আমীর হোসেন আকন, জানখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক মোঃ ওমর ফারুক, ৮১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সুধীবৃন্দ।
চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক শাহজালাল হাওলাদার তার মুঠোফোনে জানান, নিরাপদ সংগঠন চট্টগ্রাম মহানগর শাখা সংগঠনের সার্বিক উন্নতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করে চলছে। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সফল করতে আমরা বদ্ধপরিকর। নিরাপদ সংগঠনের জন্য সবাই দোয়া করবেন। মানবিক কার্যক্রমে সংগঠন এগিয়ে চলুক মানুষের কল্যাণে।
উল্লেখ্য, নিরাপদ সংগঠন দীর্ঘবছর যাবৎ মানুষের কল্যাণে কাজ করে চলছে।
Leave a Reply