এম এ হান্নান পাকুন্দিয়া( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ ও সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন ও আত্মহত্যার প্রবণতা রোধকল্প পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাকুন্দিয়া থানা পুলিশের উদ্যোগে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার (২৪ নভেম্বর ) বিকালে আহুতিয়া তদন্ত কেন্দ্র এ সভার আয়োজন করে পাকুন্দিয়া থানাধীন পাঠুয়াভাঙ্গা ৮ বিট পুলিশিং।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আল আমিন হোসাইন। আহুতিয়া তদন্ত কেন্দ্র এসআই নিরস্ত্র বিট ৮ পুলিশিং অফিসার মোঃ নরুল হক সভাপতিতে সভায় বক্তব্য রাখেন
পাঠুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বাচ্চু, পাকুন্দিয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ উদ্দিন, শিমুলিয়া স্কুল এন্ড কলেজ ভারপ্রাপ্ত অধ্যাপক মাওলানা লিয়াকত আলী, সাবেক মেম্বার এনায়েত হোসেন, ৮ নং ওয়াডে মেম্বার আমিনুল ইসলাম, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন নাসির, সভায় সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পাকুন্দিয়ায় মাদকদ্রব্য জুয়ার ইভটিজিং কিশোর গ্যাং রুকতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আল আমিন হোসাইন বলেন, মাদক, জুয়া, ইভটিজিং, কিশোর গ্যাং সমাজকে অস্থির করে তুলছে। পুলিশের একার পক্ষে এসব নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
সমাজের প্রত্যেক সচেতন মানুষকে এসব অপরাধ নির্মুলে এগিয়ে আসতে হবে। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। সকলের সমন্বিত প্রচেষ্টায় সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সম্ভব।
এসময় তিনি উপস্থিত লোকজনকে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান।
অহুতিয়া তদন্ত কেন্দ্র বিটের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (এসআই) নরুল হক জানান, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও কিশোর গ্যাং রুখতে সচেতনতার বিকল্প নেই। এসব নিয়ন্ত্রণে পুলিশ নিরলসভাবে কাজ করছে।
মাননীয় আইজিপি স্যারের নির্দেশে মাননীয় এসপি স্যার ও ওসি স্যারের দিক-নির্দেশনায় পাকুন্দিয়া থানাধীন পাঠুয়াভাঙ্গা ইউনিয়নে ৮বিট পুলিশিং কার্যক্রম চলছে। এর মূল উদ্দেশ্যেই হলো জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা।
Leave a Reply