কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ- কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৮ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস-২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন বারের নির্বাচিত কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার আপেল, ওসি ( অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) নাহিদ হাসান সুমন, পৌরসভা মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর-এ-আলম খান, প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ার হোসেন, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডারের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেসবাহউদ্দিন, মুজিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল আলম, উপজেলা শিক্ষা অফিসার শিরাজুল ইসলাম, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার উদ্দিন মানিকসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক বৃন্ধ প্রমুখ।
Leave a Reply