মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ- পিরোজপুরের মঠবাড়িয়ায় থানা পুলিশ দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাসির উদ্দিন (৩৫) কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত নাসির উদ্দিন উপজেলার চড়কগাছিয়া গ্রামের মৃত কবির উদ্দিন মাতুব্বর এর ছেলে।
মঠবাড়িয়া থানার এসআই নূরুজ্জামান জানান , পিরোজপুর জজ আদালতে সি.আর ২৬২/২১ মামলায় বিজ্ঞ বিচারক তাকে ১১ মাসের সাজা দেয়ার পাশাপাশি ৪৭ লক্ষ ৪২ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। এছাড়া একই আদালতে সি.আর ২৫৮/২১ মামলায় বিজ্ঞ বিচারক ১ বছরের কারাদন্ড ও ৫৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন। আসামি গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে টঙ্গীতে আত্মগোপন করে। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার টঙ্গী থানা পুলিশের সহযোগিতায় নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে রোববার মঠবাড়িয়া থানায় আনা হয়।
মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, অভিনব কায়দায় পলাতক আসামি নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৭ নভেম্বর) বিকেলে তাকে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে হাজির করা হয়। বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
Leave a Reply