রমজান আলী, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:-
নীলফামারীর জলঢাকায় উপজেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট মমতাজুল হককে গণ-সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জলঢাকা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে গণ-সংবর্ধনা প্রদান ও মেগা কনসার্ট অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়াহেদ বাহাদুর এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংস্কৃতিক মন্ত্রী ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জলঢাকা পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, অফিসার ইনচার্জ ফিরোজ কবির,ভাইস চেয়ারম্যান গোলাম আজম এলিচ, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান, আহমেদ হোসেন ভেন্ডার, সাইফুল ইসলাম মুকুল, মিজানুর রহমান, সোহরাব হোসেন তুহিন, রকিবুল ইসলাম সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কাউন্সিলর ও মেম্বার এসোসিয়শনের সদস্য বৃন্দরা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নুর বলেন, কিছু দিন আগে বিএনপি’র সমাবেশ হয়েছে সেখানে নাকি তাদের নেতাকর্মীদের ৪০ থেকে ৫০ টা মোবাইল চুরি হয়েছে। তারা যদি নিজেদের একটা মোবাইল ঠিক রাখতে বা পারে তাহলে এ দেশ কিভাবে ঠিক রাখবে। আসলে বিএনপি তো আগের এ চোর মুলত তারায় এই চুরির শিক্ষা দিয়েছে।
জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট মমতাজুল হককে গণ সংবর্ধনা প্রদান করার পরপরই মেগা কনসার্ট শুরু হয়। মেগা কনসার্টে আলোচিত চিত্র নায়িকা অপু বিশ্বাস, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ও লায়লার মতো জনপ্রিয় শিল্পীরা মঞ্চ কাঁপান।
Leave a Reply