আকরাম আলী ডাকুয়া; নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি;-
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান যুব নেতা রাসেল শিকদার ৩০ নভেম্বর সন্ধ্যা ৭টায় পিরোজপুর জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন। জানা গেছে গত ২২ নভেম্বর মামলায় হাজির দিতে ঢাকায় থেকে আসার পথিমধ্যে গভীর রাতে থানা পুলিশের একটি টহল টিম দীঘিরজান বাসষ্ট্যান্ড এলাকা থেকে গাড়ী চেক করে ঐ নেতাকে গ্রেফতার করেন। পুলিশ জানায় ঐ নেতার বিরুদ্ধে ২৪৬/১৪ জি আর মামলায় ওয়ারেন্টে গ্রেফতারি পরোয়ানায় তাকে গ্রেফতার করা হয়েছে। পারিবারিক সূত্র মতে জানা যায় ২৪৫/১৪ মামলাটি আওয়ামীলীগের একটি সাজানো, বানোয়াট ও মিথ্যা হত্যা মামলা দায়ের করে ঐ মামলায় তাদের পরিবারের অনেককে রাজনৈতিক হয়রানি করার উদ্দেশ্যে মামলা করা হয়েছিল। উক্ত মামলায় মহামান্য হাইকোর্ট থেকে আবারও জামিনে মুক্ত হলেন সাবেক ছাত্র ও বর্তমান যুব নেতা রাসেল শিকদার। জেল গেটে বিকাল থেকে নাজিরপুর উপজেলার যুব নেতা ও ছাত্র নেতারা অপেক্ষামান থেকে কারাবরনকারী নেতাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় আবেগ আপ্লুত হয়ে কারাবরনকারী নেতা উপস্থিত নেতা-কর্মীদের বলেন ফ্যাসিষ্ট সরকার এভাবে বিএনপি নেতা-কর্মীদের জেল-জুলুম দিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
Leave a Reply