1. admin@danikagonikontho.com : admin :
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গভীর সমুদ্র থেকে পাইপ লাইনে তেল পরিবহন শুরু পিরোজপুর-৩ আসনে মোট ১৩ প্রার্থীর মনোনয়ন পত্র জমা পাকুন্দিয়ার চিলাকাড়া গ্রামের রাস্তার বেহাল দশা কিশোরগঞ্জের ৬ টি আসনে মোট ৫৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন পিরোজপুর -৩ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন সকল প্রার্থী কিশোরগঞ্জের কুলিয়ারচরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার কিশোরগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৪ শত পিচ ইয়াবা সহ গ্রেফতার -৩ মঠবাড়িয়ায় নৌকার সমর্থকদের আনন্দ মিছিল চট্টগ্রাম -১১ আসনে দলীয় মনোনয়ন না পেয়ে সতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিলেন আওয়ামিলীগ নেতারা আমি সম্ভাবনাময় প্রার্থী,- এ্যাডঃ সোহরাব উদ্দিন,সাবেক সংসদ সদস্য,কিশোরগঞ্জ-২

নাজিরপুর কুমারখালীতে ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে ভুমি দখলদার থেকে রেহাই পেলেন ভুক্তভোগী

  • আপডেট সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২১২ বার পঠিত

আকরাম আলী ডাকুয়া; নাজিরপুর(পিরোজপুর);-

পিরোজপুর জেলার নাজিরপুরের কুমারখালীতে ভূমি দখলদার হাফিজুল বাহীনির তান্ডব থেকে রক্ষা পেল ৯৯৯ ফোন দিয়ে ভূমির মালিক। জানা গেছে উপজেলা সদর উনিয়নের কুমারখালী বাজার সংলগ্ন মৃত: সুলতান আলী মোল্লার বাড়ীর সামনের রেকর্ডীয় ভূমি সংলগ্ন দীর্ঘ অর্ধশত বছরের বাগান বাড়ী একই এলাকার হাফিজুল বাহীনির হাফিজুল, মনির, এজাজ, শহিদুল, বাবু, কাইউম হোসেন কারু, আকাশ ও ফাহি বেগম বিভিন্ন এলাকার ভাড়াটিয়া স্বসস্ত্র সন্ত্রাসী বাহীনি নিয়া তান্ডব চালায় মৃত: সুলতান মোল্লার শান্তিপূর্ণ ভোগ দখলীয় জায়গায়। গত ৪ ডিসেম্বর কাক ডাকা ভোরে ঐ সন্ত্রাসীদের তান্ডব দেখে মৃত: সুলতান মোল্লার পুত্র মনির মোল্লা ৯৯৯ এ ফোন দিয়ে অভিযোগ জানাইলে তাৎক্ষণিক ভাবে নাজিরপুর থানা-পুলিশের একটি টিম এস আই সজল এর নেতৃত্বে দ্রæত ঘটনাস্থলে পৌছে সন্ত্রাসীদের ছত্রভঙ্গ করে পরিবেশ শান্ত করেন। এ ব্যপারে জমির মালিক মনির হোসেন মোল্লা এ প্রতিনিধিকে জানান, ১৯৯০ সালে পিরোজপুর বিজ্ঞ সহকারি জজ আদালতে সরকার বাহাদুরকে বিবাদী করে ২৩৮/৯০ নং মামলা রুজু করলে আদালত ঐ মামলায় নিষেধাজ্ঞা জারি করেন। উক্ত মামলায় ভ‚মিহীনদের একটি পক্ষ দায়রা জজ আদালতে আপিল করলে ঐ আপিলের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে মৃত: সুলতান মোল্লা মামলা করলে মহামান্য হাইকোর্ট নিন্ম আদালতের নিষেধাজ্ঞা বহাল রেখে পুনরায় মামলা পরিচালনার নির্দেশ প্রদান করেন। নি¤œ আদালত ঐ ভূমিহীনদের দায়েরকৃত ২৬/৯২ আপিল মামলাটি তামাদি করে মূল মামলার কার্যক্রম শুরু করেন। ০৭/০৬/১৯৯২ মামালা অনুসারে মামলার বাদী পক্ষ এ পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোগ দখলে আছেন। হাফিজুল, মনির ও এজাজ বাহীনিরা দেওয়ানী মোকাদ্দমার ঐ মামলায় বিবাদী শ্রেণিভুক্ত থাকা সত্বেও আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পেশী শক্তির জোড়ে ঘটনার দিন জমি দখল করতে গিয়েছিল বলে ভুক্তভোগী জানায়। এ ব্যপারে মনির হোসেন মোল্লা বাদী হয়ে জান-মালের নিরাপত্তার জন্য নাজিরপুর থানায় একটি অভিযোগ দাখিল করেন বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2021 Dainik Agoni Kontho
Theme Customized By Theme Park BD