মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ- পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, কিশোর গ্যাংদের দৌরত্ব প্রতিরোধে করনীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
একই সাথে নব নিযুক্ত পৌর প্রশাসক মো. আজিজুল হক সেলিম মাতুব্বরকে সংবর্ধণা দেয়া হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে পৌর শহরের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে এ সভার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও পৌর সভার ৬.৭ ও ৮ নং ওয়ার্ডের দুই সহ¯্রাধীক লোক অংশগ্রহণ করেন।
উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নব নিযুক্ত পৌর প্রশাসক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর। এছাড়াও বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ, উপজেলা আ.লীগ প্রচার সম্পাদক মো. ফজলুল হক মনি, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক জুলহাস শাহীন, যুবলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেল, শিক্ষক আনিসুর রহমান প্রমূখ।
পৌর প্রশাসক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর বলেন, পৌর শহরের ইভটিজিং মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, কিশোরগ্যাংদের দৌরাত্ব প্রতিরোধে আমাদের সচেতন হতে হবে, সকলকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, আমার ওপর দেয়া পৌরবাসীর জন্য সরকার অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবো। তিনি এলাকার , পরিবারের ও দেশের স্বার্থে সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply