মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আঙ্গুকাটা গ্রামে সোমবার রাতে কৃষক বাবুলের গোয়াল ঘর থেকে তিনটি গরু নিয়ে পালানোর সময় সংঘবদ্ধ তিন গরু চোরকে আটক করে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করছে এলাকাবাসী।
আটককৃতরা হলো লক্ষিপুর জেলার শাকচর গ্রামের আহসান উল্লার ছেলে আনোয়ার হোসেন (৩০) আলী আহম্মেদ এর ছেলে নুরুন নবী নিশান (৩৫) ও মঠবাড়িয়া উপজেলার আঙ্গুলকাটা গ্রামের হোসেন মাতুব্বর এর ছেলে ইয়াকুব মাতুব্বর (৩৫)।
আঙ্গুলকাটা গ্রামের ইউপি সদস্য মোজাম্মেল হক খান জানান, সম্প্রতি উপজেলায় ব্যাপক হারে গরু চুরি, ডাকাতি বৃদ্ধি পাওয়ায় আমরা এলাকাবাসী রাত জেগে পাহারা দেই। সংঘবদ্ধ একটি গরু চোরের দল সোমবার রাতে কৃষক বাবুলের গোয়াল ঘর থেকে তিনটি গরু নেওয়ার প্রস্তুতি কালে এলাকাবাসী ধাওয়া করলে গরু নিতে আসা একটি মিনি ট্রাকে দ্রুত পালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। এসময় এলাকাবাসী ওই তিন চোরকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেই।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (অপরাধ) আবদুল হালিম জানান, আসামিদের কাছ থেকে একটি দুই হাতল আকৃতির কাটার উদ্ধার করা হয়। চোরের ব্যবহার কৃত মিনি ট্রাকটিও জব্দ করা হয়েছে। এঘটনায় কৃষক বাবুল বাদী হয়ে একটি মামলা দায়ের করে। আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply