মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ-
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় শনিবার (১০ ডিসেম্বর) সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ও জাতীয় মানবাধিকার ইউনিটি মঠবাড়িয়া শাখার উদ্যোগে পৌর শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন গুরুপ্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় হয়।
এসময় উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মঠবাড়িয়ায় শাখার সভাপতি নাজমুল আহসান কবির, মানবাধিকার ইউনিটির সভাপতি মো. নাসির উদ্দিন মাতুব্বর, মঠবাড়িয়া থানার ওসি (অপারেশন) মো. হালিম তালুকদার, পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুণ অর রশিদ, অধ্যক্ষ আলমগীর হোসেন খান, সাংবাদিক মিজানুর রহমান মিজু, মজিবর রহমান, রোকনুজ্জামান শরীফ, মানবাধিকার ইউনিটির নেতা মাইনুল আহসান, সাংবাদিক ইসমাইল হাওলাদার, শাকিল আহমেদ, মোস্তফা কামাল বুলেট, আঃ রহমান নোমান, শিক্ষক মো. দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রতিভা মাহমুদ ফিরোজ, মানবাধিকার ইউনিটি মঠবাড়িয়ায় শাখার সাধারণ সম্পাদক গোপাল রায়, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনর সাধারণ সম্পাদক মর্তুজা হোসাইন, সহ-সভাপতি আইয়ুব আলী হাওলাদার, আবুল হোসেন, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, অর্থ সম্পাদক তরিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আবু জাফর, নির্বাহী সদস্য জিয়াউল আহসান, এমাদুল হক রিপন, রফিকুল ইসলাম বাবুল, সবুজ মিয়া, রাজিব হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংবাদ কর্মী ও পুলিশ সদস্যরা।
Leave a Reply