পঙ্কজ মিত্র:মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ
বিজয় দিবস উপলক্ষে রং তুলি দিয়ে ইচ্ছেমতো ছবি এঁকেছে শিশুরা। হাতে খড়ি ফাউন্ডেশনের আয়োজনে রং তুলিতে বিজয় উৎসব অনুষ্ঠানে শিশুরা বিকাশ করেছে তাদের নিজ নিজ প্রতিভা।সাত বছরের প্রতীক আঁকা ছবিতে ফুটে উঠেছে বঙ্গবন্ধু,শহীদ মিনার,পদ্মা সেতু, দেশের পতাকা। ৬ বছরের শিশু অরুনাদ্রি একেছে প্রজাপতি,গাছ-পালা,পাখি,পাহাড়।
ছোট্টসোনামণি তিতিক্ষা ভালোবাসেন বঙ্গবন্ধুকে মনের মাধুরী মিশিয়ে একেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানকে।আরও অনেক শিশু রংতুলিতে এঁকেছে স্বাধীনতা,মুক্তিযুদ্ধ,পতাকা,স্মৃতিশৌধ ইত্যাদির ছবি।চিত্রাংকন প্রতিযোগিতার পাশাপাশি আরো ছিলো কবিতা আবৃত্তি,দেশত্ব বোধক সঙ্গীত পরিবেশন,শপথ বাক্য পাঠ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে বিতরণ করা হয় পুরস্কার।
আয়োজককারী সংগঠন হাতে খড়ি ফাউন্ডেশনের সদস্যারা বলেন আমরা সবসময় চেষ্টা করি শিশুদের নিয়ে ভিন্ন কিছু করার। আমাদের মূল উদ্দেশ্য আমাদের আয়োজনে খুশি হয়ে শিশুরা যাতে বিদ্যালয়মুখী হয় আগ্রহী হয় নিজ নিজ প্রতিভা প্রকাশে।
Leave a Reply