পঙ্কজ মিত্র,মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ-
১৪ লাখ টাকাসহ পিরোজপুরের মঠবাড়িয়ায় ব্র্যাক ব্যাংকের এজেন্ট মালিক মো. আসাদুল হক আসাদ (৪০) রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছেন। আসাদুল হক পৌর শহরের পশ্চিম কলেজ রোড এলাকার মৃত ফজলুল হক মাষ্টারের ছেলে। এঘটনায় মঙ্গলবার রাতে নিখোঁজ আসাদের স্ত্রী আখতার জাহান মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করলেও গত তিন দিনে তার কোন সন্ধান পাওয়া যায়নি।
জানা গেছে, আসাদুল হক মঙ্গলবার সকালে একটি ব্যাগে করে ১৪ লাখ টাকাসহ মটর সাইকেল যোগে বাসা থেকে বের হয়। এর কিছুক্ষণ পর আসাদের স্ত্রী আখতার জাহান তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে ফোন দিলে ফোনটি বন্ধ পান। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে এজেন্ট ব্যাংক মালিক আসাদের ব্যবহৃত মটরসাইকেলটি চাবিসহ শহরের কেএম লতিফ সুপার মার্কেটে দেখতে পেলেও তার কোন সন্ধান পাননি।
মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জিডির সত্যতা নিশ্চিত করে জানান, আমরা সকল থানায় বেতার বার্তা পাঠিয়েছি। শীঘ্রই আসাদুল হককে উদ্ধার করতে সক্ষম হবো।
Leave a Reply