পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধিঃ- চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাও ইউনিয়ন থেকে বিশ লিটার চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২২ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে হাইদগাও কাজী পাড়া সরকারি প্রাইমারী স্কুল সংলগ্ন এলাকা ব্যাটারী চালিত অটোরিক্সাসহ ২০ (বিশ) লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করে।
৫.ঘটনার সংক্ষিপ্ত বিবরণ : পটিয়া থানার এসআই (নিঃ) জয়ন্ত চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন মোবাইল ডিউটি করাকালে গোপন সংবাদের উপর প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে বর্ণিত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করিয়া ০১(এক)টি ব্যাটারী চালিত অটোরিক্সা হইতে ২০ (বিশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ আসামী রাহুল সেন (৩০) ও রাজু নাথ (৩৫)’কে গ্রেফতার করেন। তাদের কাছ থেকে ২০
লিটার দেশীয় তৈরি চোলাই মদ পাওয়া যায়। যার আনুমানিক মুল্য ৬ হাজার টাকা।একটা ব্যাটারী চালিত অটোরিক্সা উদ্ধার করা হয়। ১। রাহুল সেন (৩০), পিতা- মৃত নির্মল সেন, স্থায়ী: গ্রাম- কেলিশহর, , থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, রাজু নাথ (৩৫), পিতা- বাবুল দেব নাথ, স্থায়ী: গ্রাম- দক্ষিণ ভূর্ষি (পূর্ব নাথ পাড়া), ৫নং ওয়ার্ড, ১৩নং দক্ষিণ ভূর্ষি ইউপি, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম। পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম জানান,মাদক উদ্ধারে বিশেষ অভিযান অব্যাহত আছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। আটককৃতদের আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। সুএে জানাযায় দীর্ঘদিন যাবত মাদক সম্রাট কুতুবউদ্দিন ও নেজামউদ্দীন পাহাড়ি সুড়ঙ্গ পথে মাদক এনে জমজমাট মাদক ব্যাবসা চালিয়ে আসছে। উদ্ধার হওয়া মাদক কুতুবউদ্দিন ও নেজাম উদ্দিন এর বলে সুএে জানাযায়। গত কয়েকদিন যাবত হাইদগাও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রাজ্জাক হাইদগাও ইউনিয়নকে মাদক মুক্ত করতে আপ্রাণ চেষ্টা করছেন বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রাজ্জাক জানান। তিনি এ বিষয়ে এলাকাবাসীকে এগিয়ে আসার আহবান জানান।
Leave a Reply