আন্তর্জাতিক ডেস্ক;-
নতুন করে বাংলাদেশ রেলওয়েতে যুক্ত করার জন্য
দক্ষিন কোরিয়া থেকে বাংলাদেশে আমদানি হতে যাওয়া ১৫০টি মিটারগেজ রেল কোচ এর প্রথম চালান দক্ষিন কোরিয়া থেকে বাংলাদেশ এর উদ্দেশ্যে রওনা দিয়েছে।
এগুলো সরবরাহের দায়িত্বে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়ার সংসিন আরএসটি-পসকো ইন্টারন্যাশনাল যৌথ কোম্পানী।
এ যাত্রীবাহী কোচগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে স্টেইনলেস স্টিল বডি, বায়ো-টয়লেট যুক্ত থাকবে, স্বয়ংক্রিয় এয়ার ব্রেক ব্যবস্থা, স্বয়ংক্রিয় স্লাইডিং ডোরসহ আধুনিক সুবিধা যুক্ত থাকবে। ১৫০ টি কোচের মধ্যে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপিং বার্থ ৩০টি, শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কোচ ৩৮টি, শোভন চেয়ার মোট ৪৪টি, খাবার গাড়ীসহ শোভন চেয়ার কোচ ১৬টি, পাওয়ার গাড়ীসহ শোভন চেয়ারকোচ ১২টি, রাষ্ট্রীয় পরিদর্শনের জন্য বুলেটপ্রুফ গাড়ী একটি, খাবার গাড়ী একটি, পাওয়ার গাড়ী একটি এবং পরিদর্শন কার একটি।
Leave a Reply