1. admin@danikagonikontho.com : admin :
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গভীর সমুদ্র থেকে পাইপ লাইনে তেল পরিবহন শুরু পিরোজপুর-৩ আসনে মোট ১৩ প্রার্থীর মনোনয়ন পত্র জমা পাকুন্দিয়ার চিলাকাড়া গ্রামের রাস্তার বেহাল দশা কিশোরগঞ্জের ৬ টি আসনে মোট ৫৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন পিরোজপুর -৩ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন সকল প্রার্থী কিশোরগঞ্জের কুলিয়ারচরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার কিশোরগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৪ শত পিচ ইয়াবা সহ গ্রেফতার -৩ মঠবাড়িয়ায় নৌকার সমর্থকদের আনন্দ মিছিল চট্টগ্রাম -১১ আসনে দলীয় মনোনয়ন না পেয়ে সতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিলেন আওয়ামিলীগ নেতারা আমি সম্ভাবনাময় প্রার্থী,- এ্যাডঃ সোহরাব উদ্দিন,সাবেক সংসদ সদস্য,কিশোরগঞ্জ-২

নারায়ণগঞ্জ কর অঞ্চল কর্তৃক সেরা করদাতাদের সম্মাননা প্রদান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৯৫ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি;-
২০২১-২০২২ করবর্ষের সেরা করদাতাদের সম্মাননা প্রদান করেছে কর অঞ্চল নারায়ণগঞ্জ। বুধবার (২৮ ডিসেম্বর) চেম্বার ভবনে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর অঞ্চল-নারায়ণগঞ্জ এর কর কমিশনার, মিজ ্শারমিন ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিকেএমইএ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ, কে, এম সেলিম ওসমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্ছের চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি জনাব খালেদ হায়দার খান কাজল।

এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ জেলা এবং মুন্সীগঞ্ছ জেলার ২০২১-২০২২ করবর্ষে সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী, মহিলা ও তরুণ (৪০ বছর বয়সের নীচে) ক্যাটাগরিতে একুশ জনকে সেরা করদাতাকে সম্মাননা স্মারক ও সম্মাননা সনদপত্র প্রদান করা হয়।

সম্মাননা স্মারক ও সম্মাননা সনদপত্র প্রদানকালে প্রধান অতিথি নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ, কে, এম সেলিম ওসমান পুরষ্কার প্রাপ্ত করদাতাদের অভিনন্দন জ্ঞাপন করে করদাতাগণকে অধিক হারে কর প্রদানের মাধ্যমে জাতীয় অর্থনীতির চাকাকে সচল রেখে দেশের উন্নয়নে অংশীদারিত্বের জন্য অনুরোধ জানান।

এছাড়াও তিনি কর বিভাগের সাথে সকল ব্যবসায়ী সংগঠনের নিয়মিত মতবিনিময় সভার আশা ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে কর অঞ্চল-নারায়ণগঞ্ছের কর কমিশনার, মিজ্ শারমিন ফেরদৌসী বলেন, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। বাংলাদেশকে সমৃদ্ধশালী ও উন্নত দেশের কাতারে এগিয়ে নিয়ে যাওয়ায় প্রত্যক্ষ করের বিকল্প নেই।

স্বতস্ফুর্তভাবে কর প্রদানের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল করদাতাদের এবং বিশেষ করে পুরস্কার প্রাপ্ত করদাতাদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2021 Dainik Agoni Kontho
Theme Customized By Theme Park BD