সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের কুখ্যাত পরিবহন চাদাঁবাজ এক সময়ের শীর্ষ সন্ত্রাসী নাজিম উদ্দিন নাজু বাহিনী ফের শিমরাইল মোড়ের পরিবহন সেক্টর নিয়ন্ত্রনের জন্য উঠেপড়ে লেগেছে চালাচ্ছে বিভিন্ন অপকৌশল।
চিটাগাংরোড থেকে যাত্রাবাড়ী রোডে চলাচলরত স্থানীয় লেগুনা মালিকদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে তাদের হয়রানিসহ লেগুনা স্ট্যান্ড দখলের অপচেষ্টা চালাচ্ছে। নাজু বাহিনীর বিরুদ্ধে গত কয়েকদিন নারায়ণগঞ্জ ও ঢাকার একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বৃহস্পতিবার শিমরাইল মোড়ে দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়েছে ।
এতে ব্যার্থ হয়ে বৃহস্পতিবার রাতে ব্যাবসায়ী শিরাইল এক্সপ্রেস লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক হাসানুজ্জামান পরশ, লেগুনা মালিক আতিকুর রহমান , চিটাগাংরোড রেন্টকার মালিক সমিতির সভাপতি সালাহউদ্দিন, ব্যাবসায়ী কাইয়ুম ও ৪নং ওয়ার্ড শ্রমিকলীগের কবির হোসেনের নামে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে তাদের হয়রানি করছে।
অভিযোগ থেকে জানাগেছে, উক্ত ব্যাক্তিরা বৃহস্পতিবার সকাল ১১ টায় চিটাগাংরোড আহসান উল্লাহ মার্কেটের সামনে অস্ত্র নিয়ে মহড়া দিয়ে নাজু বাহিনীর উপর হামলা করেছে। কিন্তু মার্কেটের সামনে অবস্থানরত ব্যাবসায়ীরা জানায় সেখানে এমন কোন ঘটনা ঘটেনি উল্টো নাজু বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে তারাই লেগুনা মালিকদের হয়রানি করার জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।
শিমরাইল মোড় থেকে ঢাকার যাত্রাবাড়ী পর্যন্ত দেড় শতাধিক লেগুনা চলাচল করছে। শিমরাইল এক্সপ্রেস লিমিটেড (এস,ই,এল) নামক কোম্পানির ব্যানারে দীর্ঘদিন ধরে চলছে লেগুনাগুলো। এত দিন এসব লেগুনা থেকে কেহ চাঁদা নেয়া হতনা। কিন্তু সন্ত্রাসী নাজু বাহিনী এই দেড় শতাধিক লেগুনা নিয়ন্ত্রনের জন্য এসব তান্ডব চালাচ্ছে।
জানাযায়, শীর্ষ সন্ত্রাসী নারায়ণগঞ্জ ৪ আসনের বিএনপি’র সাবেক সাংসদ গিয়াস উদ্দিনের এক সময়ের সহযোগী, বিএনপি ছেড়ে আওয়ামীলীগে যোগ দেওয়া কুখ্যাত পরিবহন চাদাঁবাজ সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী নাজিম উদ্দিন নাজু সভাপতি ও যাত্রাবাড়ীর দেলু সাধারণ সম্পাদক হয়ে ২১ সদস্যের একটি কমিটি গঠন করে। ২০০১ সালে জামাত বিএনপি ক্ষমতায় আসার স্থানীয় বিএনপির নেতাদের আতাত করে বিএনপিতে যোগ দিয়ে শুরু করে পরিবহন সেক্টরে চাদাঁবাজি।
সে সময় সেনাবাহিনীর অপারেশন ক্লিনহাটে সেনা বাহিনীর হাতে গ্রেফতার হয় এই শীর্ষ সন্ত্রাসী নাজু । পরবর্তীতে সাত খুনের নুর হোসেন এলাকায় আসার পর তার মাধ্যমে অত্র এলাকার পুরো পরিবহন সেক্টর নিয়ন্ত্রনে নেয় এই চাদাঁবাজ নাজু। সাত খুনের পর নাজু দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকলেও পুনরায় এলাকায় ফিরে ভিবিন্ন কৌশলে ফের পরিবহন সেক্টর নিয়ন্ত্রনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Leave a Reply