পীরজাদা মোঃ মাসুদ হোসাইন,-
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে গড়ে উঠেছে সওজ, জেলা পরিষদের সরকারি জায়গা দখল করে বছরের পর বছর দোকান-পাট গড়ে উঠেছে। সব দোকানই ভূয়া লিজ নিয়ে অবৈধ বানিজ্য করছে বলে দাবী করেছেন জেলা পরিষদ ও সওজ এর সার্ভেয়ার।
এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের খাল দখল করে রাতের আঁধারে দোকান গড়ে উঠছে।
প্রভাবশালী দখলদাররা আওয়ামীলীগ – বিএনপি – জাতীয় পার্টির নেতা ও সমর্থক বলে নিশ্চিত হওয়া গিয়েছে।
এ যেন চলছে দখলদারিত্বের মহা উৎসব। যে যেভাবে পারছে দখল করে নিচ্ছে সরকারি জায়গা, বানিয়ে ফেলছে ব্যক্তিগত ভোগ দখলের অভয়ারণ্য। আইনকে দেখাচ্ছে বৃদ্ধাঙ্গুলি। সিন্ডিকেট করে চলছে সরকারি সম্পদ দখলের মহাযজ্ঞ।
ভূয়া লিজ দেখিয়ে বছরের পর বছর রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে গড়ে উঠেছে সিন্ডিকেট চক্র।
দোকান প্রতি ৩৫০০/৪৫০০ টাকা করে ভাড়া আদায় করছে। ভাড়া দেয়া দোকান থেকে ময়লা ফেলে হাসপাতালের সামনের খাল ভরাট করে পরিবেশ দূষিত করছে।
এখানে সরকারি জমি ভরাট করে অবৈধভাবে প্রায় ২০-২৫ টি দোকানপাট গড়ে উঠেছে।
প্রশাসনের নীরবতাও জনমনে বিভিন্ন প্রশ্নের জন্ম দিচ্ছে। ছোটখাটো যেকোন অন্যায়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের হস্তক্ষেপ থাকলেও এ ব্যাপারে তারা কোন কথা বলছে না।
লক্ষ্মীপুর জেলা সড়ক ও জনপথ এর সার্ভেয়ার নাজমুল আলম বলেন, সওজ এর লোকবলের অভাবে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না। তবে সওজ জেলা কার্যালয় থেকে তেলের পাম্প বা বাস স্ট্যান্ড ব্যাতিত কেউকে কোন লিজ দেয়া হয়নি। খুব শীগ্রই অবৈধ দখলদারিত্বদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।
Leave a Reply