আকরাম আলী ডাকুয়া: নাজিরপুর (পিরোজপুর) উপজেলা প্রতিনিধি;-
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া অন্ষ্ঠুান পালন করেন উপজেলা বিএনপির নব নির্বাচিত আহŸয়ক কমিটি সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। জানা গেছে ১৯ জানুয়ারি আসর নামাজ বাদ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহŸায়ক কমিটির যুগ্ম আহŸায়ক রফিকুল ইসলাম ফরাজী। সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বর্তমান উপজেলা আহŸায়ক কমিটির যুগ্ম আহŸায়ক ইয়াহিয়া খান, যুগ্ম আহŸায়ক শফিকুল ইসলাম শাফিক, যুগ্ম আহŸায়ক টিপু হাজরা, যুগ্ম আহŸায়ক ও সাবেক ছাত্রনেতা মাজেদুল কবির রাসেল, স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক রিয়াজ ফরাজী, বিএনপি নেতা প্রফেসর সোহেল খান, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান শরীফ, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম হাসান ও ৭নং শেখমাটিয়া ইউনিয়নের প্রচার সম্পাদক জহিরুল ইসলাম জহির সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের একাধিক নেতা-কর্মী এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান শেষে যুগ্ম আহŸায়ক শেখ রফিকুল ইসলাম এ প্রতিনিধিকে বলেন, যার জন্ম না হলে ১৯৭১ সালের সেই রনক্ষেত্রে মাঠে যুদ্ধকালীন অবস্থায় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা আসা অসম্ভব হয়ে পরত এবং সেই নেতাকে পাকিস্তানি হানাদার বাহীনির কর্ণেল জাঞ্জুয়া, সোয়াদ জাহাজের অস্ত্র খালাসের নামে মরন ফাঁদ পেতে হত্যার চেষ্টা করেছিল, সেই ফাঁদের জাল কেটে যে নেতা কর্ণেল জাঞ্জুয়াকে গ্রেফতার করে দেশ স্বাধীনের জন্য পরিবার-পরিজনের মায়া ত্যাগ করে দেশ রক্ষায় অগ্রগামী ভ‚মিকা পালন করেছেন ও কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আজ সেই নেতার জন্মদিন আমরা পালন করছি, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আজ বাংলাদেশে বিএনপি আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের নির্মম নির্যাতন, মিথ্যা মামলা, হামলার স্বীকার হচ্ছে, তার পরেও জীয়ার আদর্শকে নেতা-কর্মী বুকে লালন করছে। ইতিমধ্যে উপজেলা বিএনপির সাবেক ছাত্রনেতা রাসেল শিকদার, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান ও ইউনিয়ন বিএনপি নেতা আকবর আলী মিথ্যা মামলায় কারাগারে থাকতে হচ্ছে, এভাবে দেশের অগণিত বিএনপি নেতা-কর্মীদের আজ কারাগার হয়েছে নিত্য প্রয়োজনীয় সঙ্গী। আমরা এ মামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
Leave a Reply