পঙ্কজ মিত্র:মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধি:
আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাইন্ডেশন এর উদ্যোগে পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই শতাধিক সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মোফাজ্জেল হোসেন।
বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে কম্বল বিতরণ অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান এইচ.এম মনিরুজ্জামান এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক তত্ববধায়ক প্রকৌশলী বেলায়েত হোসেন, ঢাকাস্থ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মো. আইয়ূব আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান সিফাত, ওসি মো. কামরুজ্জামান তালুকদার, উপজেলা সেটেলমেন্ট কর্মকর্তা মীর আব্দুল মান্নান, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা গাউস মিয়া, আ’লীগ নেতা মিজানুর রহমান মিলন প্রমুখ।
Leave a Reply