1. admin@danikagonikontho.com : admin :
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :

ঠাকুরগাঁও-৩ আসনের সতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্রের পিতার পরলোক গমন

  • আপডেট সময় : বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩
  • ২৩ বার পঠিত

গীতি গমন চন্দ্র রায় গীতি,ঠাকুরগাঁও প্রতিনিধি;-
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২৫শে জানুয়ারী বুধবার সকাল অনুমান ১১ টায় ডিএন ডিগ্রি কলেজর অধ্যক্ষ ঠাকুরগাঁও- ৩ আসনের উপনির্বাচনে এমপি পদপ্রার্থী গোপাল চন্দ্র রায়ের পিতা আচার্য গিরিন শাস্ত্রী পরলোক গমন করেন।তার মৃত্যু কালে আনুমানিক বয়স হয়েছিল ১১৩ বছর বলে জানা যায়।

অপরদিকে এমপি পদপ্রার্থী হিসেবে নির্বাচনের ভোটের মাঠে সক্রিয় অবস্থানে আছেন,এমন মহূর্তে তাঁর পিতার পরলৌকিয় শোকবার্তা সকল নেতা কর্মীদের মাঝে পৌছালে ঠাকুরগাঁও-৩ আসনে পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা বাসীর কাছে শোকের ছায়া নেমে আসে।তার পিতার মৃত্যুর খবর পেয়ে অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ের ভোটার সমর্থক,আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গন,সকল হিতাকাঙ্ক্ষী শোকাতুর হয়েছেন।এ খবর ছড়িয়ে পড়লে এমপি পদপ্রার্থী গোপাল চন্দ্র রায়ের বাড়ীতে ব্যাপক জনসমাগম ঘটে।এবিবরণে জানা যায়।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কৃত্তি সন্তান ডিএন ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় তার পিতার শেষ কৃত কার্য(শবদাহ)নিজ পারিবারিক শশ্মানে ২৫ শে জানুয়ারী ২০২৩ বিকেল ৩-০০ঘটিকায় শবদাহ ও সমাধিস্থ সন্পন্ন করবেন।

এবিষয়ে অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় সাংবাদিক গীতি গমন চন্দ্র রায় কে জানান।আমার একদিকে নির্বাচন অপর দিকে পিতার মৃত্যু শোক।আপনারা সকলেই আমার পিতার পবিত্র আত্মার শান্তি ও বৈকুন্ঠবাসী কামনা করবেন।পিত্রিহারা সন্তান অধ্যক্ষ গোপাল রায়কে আগামী ১লা ফেব্রুয়ারী ২০২৩ ইং তারিখে একতারা মার্কায় ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2021 Dainik Agoni Kontho
Theme Customized By Theme Park BD