পঙ্কজ মিত্র,মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আ.লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুল হক মনির স্মরণসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ জানুয়ারী) রাতে ব্যাংকপাড়া দলীয় কার্যালয় জাতীয় শ্রমিক লীগ এ কর্মসূচির আয়োজন করেন। স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ।
এসময় পৌর আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন এর সভাপতিত্বে ও শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আ,লীগ সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, আ.লীগ নেতা শাকিল আহম্মেদ নওরোজ, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, মরহুম ফজলুল হক মনির ছেলে রেদোয়ানুল হক ইফতি, আ.লীগ নেতা জসিম মৃধা, শ্রমিক লীগ নেতা জুলফিকার আমীন সোহেল, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আলভী আলামীন, শ্রমিক লীগ নেতা নাসির জমাদ্দার, রফিকুল ইসলাম শাহিন খান, মোঃ সোহাগ আহম্মেদ প্রমূখ। পবিত্র কুরআন থেকে তেলোয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ মাছুম বিল্লাহ।
প্রধান অতিথি তাজউদ্দিন আহমেদ বলেন, ফজলুল হক মনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। তিনি আ.লীগের অন্যতম আপোষহীন নেতা, দলের নিবেদিত কর্মি ছিলেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মিয়া ছিলেন, মঠবাড়িয়া আ.লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। ফজলুল হক মনির আকাল মৃত্যুতে মঠবাড়িয়া আ.লীগের অপুরনীয় ক্ষতি হয়েছে।
Leave a Reply