সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটায় ২৯ জানুয়ারি উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান রিপন এমপি বলেন, সাঘাটা উপজেলায় মাদক নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। অন্যান্যদের মধ্যে সাঘাটা উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ্ বিন শফি, সাঘাটা উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড: এসএম সামসীল আরেফিন টিটু, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন। এর আগে উপজেলা শিক্ষা অধিদপ্তরের আয়োজনে প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের অ্যাসিসটিভ ডিভাইস বিতরণ অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাঘাটা ফুলছড়ি আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। এছাড়াও সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের ২য় ও ৩য় তলার ভবনের সম্প্রসারণ কাজের ফলক উন্মোচন করেন মাহমুদ হাসান রিপন এমপি। এসময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী আশিষ কুমার বসু রায় , উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী মন্ডল উপস্থিত ছিলেন।
Leave a Reply