পঙ্কজ মিত্র,মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ার ছোট শিংগা গ্রামের শ্রী-শ্রী পরিক্ষীত চাঁদ সেবাশ্রমের আয়োজনে হিন্দু ধর্মালম্বী মতুয়া সম্প্রদায়ের ৭১ তম বারুণী উৎসব রোববার (৫ ফেব্রুয়ারী) থেকে শুরু হচ্ছে।
এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন, বাংলাদেশ মতুয়া মহাসংঘ এর সচিব শ্রীধাম লক্ষীখালী গদীনাশীল ঠাকুর মতুয়াচার্য শ্রী সাগর সাধু ঠাকুর।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ ডাঃ মো. রুস্তুম আলী ফরাজী, বিশেষ অতিথি পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী, উপজেলা আ.লীগ সভাপতি মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, পৌর প্রশাসক ও আ.লীগ সাধারণ সম্পাদক আজিজুর হক সেলিম মাতুব্বর, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম জালাল। এ অনুষ্ঠানে মঙ্গলদ্বীপ প্রজ্জলন করবেন প্রয়াত সুধন্য চাঁদ ঠাকুরের সহ-ধর্মিনী, মাতা শ্রী পুস্প রানী সাধু ঠাকুর।
অনুষ্ঠানের সভাপতি শ্রী পার্থ সারথী সাধু ঠাকুর জনান, বারুণী উৎসবে শুভ অধিবাস, দল আগমন, ভান্ডার ঘরে প্রবেশ, হরি কীর্তন, কবি গান, বাউল সংগীত, বারুনী স্নান, যাত্রা ও ধর্মীয় আলোচনাসহ মীন মহোৎসব অনুষ্ঠিত হবে। তিন দিনের এ বারুণী উৎসবে দেশের প্রত্যন্ত অঞ্চল হতে হাজার হাজার হিন্দু ধর্মালম্বী মতুয়া সম্প্রদায়ের ভক্তবৃন্দের পাশাপশি বিভিন্ন ধর্মবলম্বী লোকজন উৎসব স্থলে সমবেত হবেন। এ উৎসব প্রাঙ্গন ঘিরে মেলা অনুষ্ঠিত হবে।
Leave a Reply