বিশেষ প্রতিনিধঃ
বান্দরবানের লামা উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও উপজেলা পরিষদ চত্তরে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৪ জানুয়ারি ২০২৩ ইং) তারিখ সাড়ে ১০ টায় লামা উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি মহোদয় উক্ত উদ্ভোদনী অনুষ্ঠানের গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়।
উক্ত উদ্ভোদনী অনুষ্টানের সভাপতিত্ব করেন লামা উপজেলা পরিষদে চেয়ারম্যান জনাব মোস্তফা জামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি,গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন, বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, বান্দরবান পৌরসভার মেয়র ইসমাল বেবী, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাবৃন্দ ,জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকগণসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
এ সময় বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে দেশের প্রত্যন্ত এলাকার প্রতিটি মানুষের নাগালে পৌঁছে দিতে স্থানীয় সরকারের ভূমিকা ও পার্বত্য এলাকার উন্নয়নসহ পর্যটন সম্ভাবনার দিকে আলোকপাত করেন বক্তারা।
Leave a Reply