মণিরামপুর প্রতিনিধি:
মণিরামপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহতসহ আহত হয়েছে অন্তত-৬ জন। মঙ্গলবার সকাল নয়টার দিকে প্রচন্ড কুয়াশার মধ্যে ট্রাক এবং যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এবং কোদলাপাড়া জামতলা মোড়ে মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, মঙ্গলবার সকালের দিকে খুলনার সোনাডাঙ্গা এলাকার এমএন জোয়ার্দ্দার ও তার পরিবারের চারসদস্য এবং আইনজীবী বিধান চন্দ্র রায়কে সাথে নিয়ে মাইক্রোবাসে করে একটি মামলা সংক্রান্ত ব্যাপারে ঝিনাইদহ জজ আদালতের উদ্দেশ্যে রওনা হয়। প্রচন্ড কুয়াশার মধ্যে আসার পথে সকাল নয়টার দিকে মনিরামপুরের ফকিররাস্তার বাজারের পাশে ছাতিয়ানতলা মোড়ে পৌছলে বিপরীত থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মাইক্রোবাসের সামনের অংশ ভেঙ্গে দুমড়ে মুচড়ে পড়ে। নিহত হয় আইনজীবী বিধান চন্দ্র রায় এবং গুরুতর জখম হয় এমএন জোয়ার্দ্দার, জলি জোয়ার্দ্দার, হোসনেয়ারা বেগম, শওকত আরা ও মাইক্রো চালক লিটন হোসেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্মা ডাঃ তন্ময় বিশ্বাস।
এদিকে এদিন বিকেলে উপজেলার রোহিতা ইউনিয়নের কোদলাপাড়া জামতলা নামক স্থানে মোটর সাইকেল ে ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে বাগডোগ গ্রামের নূও নবীর ছেলে রনি হোসেন নিহত হয়।
এ দিকে মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) গাজী মাহাবুবুর রহমান জানান, ঘটনার পর মরদেহসমুহ এবং ক্ষতিগ্রস্থ মাইক্রোবাস ও ট্রাকটি উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply